লিখতে লিখতে যেটা আমি অনুভব করছি, সেটাই কি এখনকার সেরা টেনিস প্লেয়াররাও যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম সপ্তাহ জুড়ে টের পেল? স্বল্পমেয়াদি ম্যাচ খেলতে পারার স্বস্তি! আমার যেন কেমন মনে হচ্ছে, এ বার ফ্লাশিং মেডোর পুরো ড্রতেই ক্লান্তির চিহ্ন লুকিয়ে আছে। ব্যাপারটা চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠবে টুর্নামেন্টের দ্বিতীয় সপ্তাহে। যখন ম্যাচ গড়াবে তিন বা চার ঘণ্টায়। নিশ্চিত হয়ে বলতে পারি, ‘অলিম্পিক-ক্লান্তি’ আগামী কয়েক রাউন্ডে বেশ কিছু অবাক করা রেজাল্টের জন্ম দেবে।
শুক্রবার অবধি পুরুষ সিঙ্গলসে জো সঙ্গা আর মেয়েদের মধ্যে না লি-র আচমকা বিদায়ই বড় অঘটন। বরং কিম ক্লিস্টার্সের হেরে টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত কিংবা অ্যান্ডি রডিকের এটাই শেষ টুর্নামেন্ট ঘোষণার পরেও দুর্দান্ত খেলাএগুলোই হেডলাইন পাচ্ছে। ন’বছর আগে শেষ আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয় রডিকের এই পরিসংখ্যান মার্কিন টেনিসের করুণ ছবি তুলে ধরে। সাম্প্রতিক মার্কিন টেনিস-সিস্টেম বিশ্বমানের কোনও প্লেয়ার তৈরি করতে পারেনি। উইলিয়ামস বোনেরা মার্কিন টেনিস ফেডারেশনের তৈরি নয়। মার্কিনদের সঙ্গে সুইডেন আর আমার দেশ জার্মানির ফেডারেশনেরও উচিত স্পেন, ফ্রান্স বা রাশিয়ার টেনিস-সিস্টেম খুঁটিয়ে দেখা।
কিম ক্লিস্টার্সের কথায় আসি। কিম আদর্শ অ্যাথলিট। দুর্দাম্ত ফিটনেস ওর। ও প্রমাণ করে দিয়েছে, এক জন মেয়ের পক্ষে তার পেশাদার খেলাটা সফল ভাবে চালিয়ে যাওয়ার পাশপাশি তার পরিবার ও সন্তানদের সঠিক দেখভাল করাতিনটেই একসঙ্গে করা সম্ভব। ওকে দেখেই অনেক মেয়ে মা হওয়ার পরেও নিজের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনুপ্রাণিত হবে।
|
বিদায়ী টুর্নামেন্টে উজ্জ্বল রডিক
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
তাঁর শেষ টুর্নামেন্টে সহজে হাল ছাড়বেন না বুঝিয়ে দিচ্ছেন অ্যান্ডি রডিক। যুক্তরাষ্ট্র ওপেনেই অবসর নেবেন ঘোষণার পরের দিনই মার্কিন তারকা অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিচকে মাত্র ৮৭ মিনিটে ৬-৩, ৬-৪, ৬-০ উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। “ওহ, কী মজা! আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। আমার ইচ্ছে জীবনের শেষ টুর্নামেন্টে আরও একটু বেশি টিকে থাকা,” বলেছেন রডিক। এগোচ্ছেন জকোভিচ, দেল পোত্রো, হিউইট। শারাপোভা, সেরেনা, আজারেঙ্কা, স্তোসুরও। ডাবলসে লিয়েন্ডার পেজ-স্টেপানেক প্রি-কোয়ার্টারে উঠেছেন। ব্রাজিলের বেলুচ্চি-সৌজাকে ৭-৫, ৭-৬ হারিয়ে। সানিয়া মির্জা-বেথানি মাটেকও শেষ ষোলোয়। ৬-৪, ৬-২ ক্রোট জুটি জুরাক-মারোসিকে হারিয়ে। |