নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিন মাস ধরে চলা টোলগে মহা-এপিসোড কি মিটতে চলেছে? পরিস্থিতি যা, তাতে আশার আলো সামান্য উজ্জ্বল। শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার বললেন, “সোমবার আমরা টোলগেকে ডেকেছি আলোচনার জন্য। তার পরে ঠিক হবে, ওকে টোকেন ফেরত দেওয়া হবে কি না।”
ইস্টবেঙ্গল ফের তাঁর সঙ্গে আলোচনায় বসতে রাজি শুনে অনেকটাই চাপমুক্ত টোলগে। এ দিন মোহনবাগান তাঁবুতে দেখা গেল, কোচ সন্তোষ কাশ্যপ থেকে শুরু করে সহকারী কোচ বার্নার্ড সবাই আগলে রেখেছেন টোলগেকে। সোমবারের আগে আর কোনও বেফাঁস মন্তব্য হোক চাইছেন না তাঁরা। টোলগে শুধু বললেল, “সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে দেখা করতে বলেছে। দেখি কী হয়?” ওই দিন টোলগের টোকেন হাতে এলে, মঙ্গলবারই আইএফএ-তে তাঁকে নথিভুক্ত করতে চান মোহন-কর্তারা। সেক্ষেত্রে বুধবার এয়ারলাইন্স কাপের সেমিফাইনালে টোলগে-সহ নামতে অসুবিধা হবে না সবুজ-মেরুনের। কিন্তু একটা ধাঁধায় এখনও আচ্ছন্ন ময়দান। বৈঠকের পরে কি টোলগেকে আদৌ ছেড়ে দেবে ইস্টবেঙ্গল?
টোলগে-ইস্টবেঙ্গল আলোচনা সোমবার কোন দিকে মোড় নেয়, সেটা নির্ভর করতে পারে তিনটে বিষয়ের উপর। তাঁর কাছ থেকে জানতে চাওয়া হতে পারে,
এক) কেন মরসুম শেষ হওয়ার আগে দলবদল করলেন?
দুই) কেন সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে ইস্টবেঙ্গলকে ‘প্রতারক’ বলেছেন?
তিন) মোহনবাগান দিবসে কেন সবুজ-মেরুন জার্সি পরলেন? টোলগের জবাবের উপর মহাবৈঠকের পরিণতি অনেকটাই নির্ভর করবে। |