কর্নাটকে ফাঁস হওয়া সন্ত্রাসবাদী-কার্যকলাপে এ বার নাম জড়াল আরও দুই রাজ্যের। মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হল আরও পাঁচ সন্দেহভাজনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে যে সব তথ্যপ্রমাণ মিলেছে, সে অনুযায়ী দেশের বেশ কিছু পরমাণু কেন্দ্র এবং প্রতিরক্ষা দফতরের বিভিন্ন কার্যালয়ে হামলার ছক কষেছিল তারা।
ধৃত পাঁচ জনের মধ্যে চার জনকে ধরা হয়েছে মহারাষ্ট্রের নানদের থেকে। এক জনকে গ্রেফতার করা হয়েছে হায়দরাবাদ থেকে। অভিযোগ, এদের প্রত্যেকের যোগ রয়েছে কর্নাটক থেকে গ্রেফতার হওয়া ১১ জনের সঙ্গে। ওই এগারো জনের মধ্যে ছিলেন এক সাংবাদিক ও ডিআরডিও-র বিজ্ঞানী। পুলিশের সন্দেহ, এই গোটা চক্রের মাথা লস্কর-ই-তইবা এবং হুজি জঙ্গিগোষ্ঠী। কর্নাটকের বেশ কয়েক জন বিধায়ক, সাংসদ, এবং সাংবাদিক তাদের আক্রমণের লক্ষ্য ছিল।
বেঙ্গালুরুর ঘটনার পর কর্নাটকের পুলিশ যোগাযোগ করে মুম্বই পুলিশের সঙ্গে। নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের ফলেই গত দু’দিনে নানদেরের বিভিন্ন জায়গা থেকে আরও চার জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। ধৃতদের কাছ থেকেই পুলিশ জানতে পারে ২১ বছরের ওবেদুল্লা-উর-রহমানের নাম। তার পরেই গত কাল হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বাকি সঙ্গীসাথীদের সঙ্গে কর্পোরেশনের দুই কর্মী এবং একটি হিন্দু প্রতিষ্ঠানের এক নেতাকে খুন করার ষড়যন্ত্র করছিল সে।
ওবেদুল্লার বাবা-মা অবশ্য দাবি করেছেন, তাঁদের ছেলে নিরপরাধ।
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার জ্যোতিপ্রকাশ মির্জি বলেন, “বাবা-মা তাঁদের দিক থেকে অবশ্যই ঠিক বলছেন। তাঁরা জানবেনই বা কী করে, ছেলেমেয়ে চোখের আড়ালে কী করে চলেছে।” একই সঙ্গে তিনি এ-ও বলেন, “চাইলে সন্তানের সঙ্গে দেখা পারেন ওঁরা। তদন্ত নিরপেক্ষ ভাবেই করা হবে।” |