‘মন্ত্রী’র গাড়ি থেকে ধৃত ২ |
বিলাসবহুল গাড়ির আগে-পিছে রাজ্যের আইনমন্ত্রীর নামের স্টিকার সাঁটানো। সেই গাড়িতে বসে দুই যুবক মদ খাচ্ছিলেন বিধায়কের বাড়ির সামনেই। সন্দেহ হওয়ায় মদে অর্ধচেতন দুই যুবককে পুলিশের হাতে তুলে দিলেন বিধায়কই। বৃহস্পতিবার রাতে মালদহ শহরের নেতাজি মোড়ে ইংরেজবাজারের বিধায়কের বাড়ির সামনের ঘটনা। দুই যুবককে আটক করে জিগ্গাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। দুজনের বাড়ি কলকাতার তপসিয়া এলাকায়। একজন গাড়ির চালক সেলিম খান ও অন্যজনের নাম ফারুক শেখ। তাদের বক্তব্য সঠিক কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেছেন, “দুজনকে জেরা করা হচ্ছে। সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা আইনমন্ত্রীর নামের স্টিকার লাগানো ওই গাড়িটি দেখতে পান বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেখেন গাড়িতে মদে প্রায় অর্ধচেতন অবস্থায় রয়েছে দুই যুবক। সঙ্গে ছিল ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন ও মদের বোতল সহ বেশ কিছু মহিলার ছবি। সন্দেহ হওয়ায় আইনমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বিধায়ক।
|
দুই টিএমসিপি সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে একদল ছাত্র পরিষদ কর্মীর বিরুদ্ধে। শুক্রবার কোচবিহারের এবিএন শীল কলেজে ওই ঘটনা ঘটেছে। টিএমসিপির অভিযোগ, ওই কলেজের ছাত্র সংসদ ছাত্র পরিষদের দখলে। সম্প্রতি ওই কলেজে টিএমসিপি’র সমর্থক বাড়তে শুরু করেছে। গত ২৮ অগস্ট মুখ্যমন্ত্রীর ছাত্র সমাবেশেও দুই ছাত্র যোগ দেন। এই অপরাধে তাঁদের মারধর করা হয়েছে। টিএমসিপি’র উত্তরবঙ্গের আহ্বায়ক বরুণ দত্ত বলেন, “নিজেদের দখলে থাকা কলেজে ভিত নড়বড়ে হয়ে যাওয়ায় ছাত্র পরিষদ আতঙ্কিত হয়ে পড়েছে। তার জেরেই এই ঘটনাটি ঘটেছে। দুই ছাত্রের প্রাথমিক চিকিসা করানো হয়।” ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অরিন্দম দে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওই রকম ঘটনাই ঘটেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।”
|
লঙ্কা-টমেটোর মরসুমে হলদিবাড়িতে যানজট রুখতে ব্যবসায়ীরা নতুন প্রস্তাব দিল হলদিবাড়ি পুরসভাকে। ব্যবসায়ীরা জানান, হলদিবাড়িতে টমেটোর মরসুমে টমেটো বহনকারী ভ্যানরিকশা এবং ট্রাকের জন্য শহরের যানজট দেখা দেয়। সবচেয়ে বেশি নাকাল হতে হত বাজার, পূর্বপাড়ার একাংশ, ক্ষুদিরামপল্লি এবং তালা কোম্পানির পাড়ার বাসিন্দাদের। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে, বাসস্ট্যান্ড এবং স্টেশনে আসতে গিয়ে বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। পাইকারি সব্জি ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ দত্ত বলেন, “যানজট মুক্ত করার জন্য প্রস্তাব কার্যকর হলে বাসিন্দাদের সুবিধা হবে।” হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “প্রস্তাবটি বিবেচনাধীন। টমেটো এবং লঙ্কার মরশুম শুরু হওয়া আগেই তা কার্যকর করার চেষ্টা হচ্ছে।”
|
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রেকারের ধাক্কায় এক মহিলা সহ ১৪ জন যাত্রী জখম হল। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার বাঘন বটতলি এলাকার রায়গঞ্জ-বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়কে। জখমদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রায় ২০ জন যাত্রী নিয়ে ট্রেকারটি কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় বটতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেকারের চালক পলাতক।
|
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রীর সভায় কতর্ব্যরত এক পুলিশ কর্মীর গরমে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাঠের মধ্যে দীনেশ পান্ডে (৫৯) নামে ওই পুলিশ কর্মী প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। দার্জিলিং জেলা পুলিশে কর্মরত দীনেশবাবুকে বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিরাপত্তার কাজে আনা হয়েছিল। এদিন তীব্র গরমে সভামঞ্চে দুই মহিলা সহ পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চিকিতসা করানো হয়।
|
রাস্তা তৈরির অত্যাধুনিক মেশিন সরাতে বাধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে একটি ঠিকাদার সংস্থা। কোচবিহারের পুন্ডিবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটেছে। শুক্রবার ওই ঠিকাদার সংস্থার তরফে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ওই ঠিকাদার সংস্থার অভিযোগ, তিন বছর আগে কোচবিহারের পুন্ডিবাড়ী থেকে সোনাপুর পর্যন্ত রাস্তা তৈরির কাজ করেন তাঁরা। রাস্তা নির্মাণের পরে তিন বছর মেরামতের ‘গ্যারান্টি’ থাকে বলে ৩০ লক্ষ টাকা দামের মেশিন লাগোয়া কালারায়ের কুঠি এলাকায় রাখা হয়। সম্প্রতি ওই ‘গ্যারান্টির’ মেয়াদ ফুরিয়েছে। তা ছাড়া দিনহাটার সিতাই-আদাবাড়িঘাট রোড তৈরির বরাত পেয়েছে সংস্থাটি। কিন্তু কিছু দুষ্কৃতী ওই মেশিন সরাতে বাধা দিচ্ছেন। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস এই দিন বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”
|
ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বক্সিরহাট থানার ঝিঙ্গাপুনি এলাকায় ঘটনা ঘটেছে। মৃতের নাম অজয় হালদার (১৮)। তাঁর বাড়ি এলাকায়। সাইকেলে অজয় বাড়ি ফিরছিলেন।
|
আরএসপির শ্রমিক সংগঠনের জেলা সম্পাদকের বাড়ির দরজা ভেঙে ঢুকে লক্ষাধিক টাকার জিনিস নিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার মালদহের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির ঘটনা।
|
দ্বিতীয় ক্যাম্পাস শীঘ্রই |
জমি হস্তান্তর শেষ হলেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হবে। শুক্রবার জলপাইগুড়িতে এই আশ্বাস দেন উপাচার্য সমীরকুমার দাস। |