উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
মোবাইলেই জানা যাবে পরীক্ষা-ফল
মোবাইলে এসএমএসের মাধ্যমেই এ বার বিএ, বিএসসি, বিকম-এরপার্ট-১ এবং পার্ট-২ -এর ফলাফল জানতে পারবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ছাত্রছাত্রীরা। রেজাল্টের জন্য আলাদা একটি ওয়েব সাইটও খোলা হয়েছে। সেখানে রোলনম্বর এবং মোবাইল নম্বর ছাত্রছাত্রীরা নথিভুক্ত করলে নিখরচায় এসএমএস পরিষেবার মাধ্যমে তাঁদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক সুশান্ত দাস বলেন, “প্রত্যন্ত এলাকার বাসিন্দা অনেক ছাত্রছাত্রী রয়েছেন যাঁরা ইন্টারনেট ব্যবস্থার সুযোগ সব সময় পান না। কিন্তু মোবাইল ফোন প্রায় সকলেই ব্যবহার করেন। তাই এসএমএসের মাধ্যমে ফলাফল জানানোর ব্যবস্থা করা হয়েছে। আশা করি এতে অনেকেই উপকৃত হবেন। নিখরচায় এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে ছাত্রছাত্রীদের রোল নম্বর এবং মোবাইল নম্বর নির্দিষ্ট ওয়েব সাইটে নথিভুক্ত করানোর ব্যবস্থাও রয়েছে।” বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ সূত্রেই জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই বিএ, বিএসসি, বিকম-এর পার্ট-১ এবং পার্ট-২ ছাত্রছাত্রীদের ফল প্রকাশ হবে। সে জন্য www.exametc.com নামে একটি বিশেষ ওয়েবসাইট সম্প্রতি চালু হয়েছে। ওই সাইটে ছাত্রছাত্রীরা তাঁদের রোল নম্বর এবং মোবাইল নম্বর লিখে নাম নথিভুক্ত করতে পারবেন। ওই ছাত্রছাত্রীদের রেজাল্ট নিখরচায় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ‘এনবিইউডি স্পেস রোল নম্বর’ লিখে ৫৬৯৬৯ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে। অন্য দিকে, জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হলেই জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন উপাচার্য। শুক্রবার জলপাইগুড়িতে গিয়ে এমনই আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীরকুমার দাস। এদিন জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজের ৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান তিনি। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জমি হস্তান্তর প্রক্রিয়া নতুন করে শুরু করতে হয়েছে। দ্রুত সেই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আমরা চাইছি দ্বিতীয় ক্যাম্পাস যেন পরিকাঠামো এবং উৎকর্ষ দু’দিক দিয়েই বিশ্ববিদ্যালের সঙ্গে সমান হয়। সে কারণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন। জমি হস্তান্তর হলেই দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হবে। সে সময় অস্থায়ী ভাবে কোনও পাঠক্রম চালু করা যায় কিনা তাও ভেবে দেখা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.