|
|
|
|
এইমস-তরজায় তাতছে রায়গঞ্জ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এইমসের ধাঁচে হাসপাতাল গড়া নিয়ে কংগ্রেস-তৃণমূলের তরজায় তাতছে রায়গঞ্জ। কংগ্রেসের তরফে দ্রুত জমি অধিগ্রহণের দাবিতে সরকারের উপরে চাপ বাড়াতে শুরু হয়েছে অবরোধ, বিক্ষোভ। আগামী দিনে অনির্দিষ্টকাল জাতীয় সড়ক অবরোধের হুমকিও দিয়েছে কংগ্রেস। আন্দোলনের প্রস্তুতি হিসেবে শুক্রবার রায়গঞ্জের পানিশালায় হাসপাতালে ‘জমি দিতে ইচ্ছুক’ শতাধিক চাষিকে সামনে রেখে ২ ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস। সে সময়েই বালুরঘাট থেকে শিলিগুড়ির দিকে ফিরছিলেন রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ ও স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তাঁদের গাড়ি থেমে যায়। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস ‘স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার’ চেষ্টা করছে। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি তথা বর্তমানে রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক অসীম ঘোষ বলেন, “চাষিরা স্বেচ্ছায় জমি দিতে রাজি রয়েছেন, তা অত্যন্ত ভালো খবর। আমরাও চাই রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল হাক। চাষিদের ইচ্ছের কথা মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে। কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলতে চাষিদের সামনে রেখে যা করছে, তা সমর্থন করা যায় না।” অসীমবাবুর টিপ্পনি, “জোট সরকারে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানোটা কোন ধরনের নৈতিকতা? কংগ্রেসের সরকার থেকে বেরিয়ে যাওয়া উচিত। পঞ্চায়েত নির্বাচনে এর ফল ভুগতে হবে কংগ্রেসকে।” উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি রায়গঞ্জ বিধায়ক মোহিত সেনগুপ্ত পাল্টা অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী হাসপাতাল নিয়ে রাজনীতি করছেন। চাষিরাই স্বেচ্ছায় ১০০ একর জমি দিতে রাজি। মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণ করুন, কেন্দ্রীয় সরকার হাসপাতাল করে দেবে। আসলে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ঘাঁটি হওয়ায় মুখ্যমন্ত্রী উন্নয়ন চান না।” সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কমিটিও দাবি করেছে, চাষিরা জমি দিতে রাজি। সিপিএমের সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব পাল বলেন, “এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য চাষিরা যে জমি দিতে রাজি রয়েছেন। উত্তরবঙ্গবাসীর উন্নত চিকিৎসা পরিষেবার স্বার্থে তৃণমূল নেতাদের উচিত বিষয়টি মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে জমি অধিগ্রহণে রাজি করানো। চাষির গণসাক্ষর সংবলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীকে পাঠাব।” উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানান, তিনি প্রায় এক বছর আগে জেলাশাসকের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরে এখনও কোনও চাষি স্বেচ্ছায় জমি দেওয়ার কথা তাঁকে জানাননি। জেলাশাসক বলেন, “কেউ স্বেচ্ছায় জমি দেওয়ার কথা জানালে তা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হবে। সরকার জমি অধিগ্রহণের ব্যাপারে এখনও পর্যন্ত জেলা প্রশাসনকে কোনও নির্দেশ দেয়নি।” ২০০৯ সালে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত অনুমোদন করে কেন্দ্র। হাসপাতালের জন্য রাজ্যকে বিনামূল্যে জমি দিতে হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়। রাজ্যে পালাবদলের পর এইমস ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির নেতৃত্বে গোটা উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনে নামে কংগ্রেস। |
|
|
|
|
|