মেগাস্টারের ‘ফি’ একটি মাত্র মাছভাজা!
‘দিদি’র অনুরোধে রাজি হয়ে এটাই ছিল ‘ভাইয়ের’ আবদার। পারিশ্রমিক হিসেবে মাছভাজা খাওয়ালেই চলবে।
‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সেই কথা রাখলেন ‘ভাই’ শাহরুখ খান।
পশ্চিমবঙ্গের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ কিং খানকে দেখা যাবে ৩ মিনিটের প্রচারমূলক ছবিতে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি দেখেছেন বলে মহাকরণ সূত্রের খবর। কিছু পরিবর্তনের পরামর্শও দিয়েছেন। স্বাধীনতা-উত্তর পশ্চিমবঙ্গে এই প্রথম রাজ্য সরকার এমন ছবি করল। ইংরেজি ও হিন্দিতে তৈরি ছবিটিতে শাহরুখের মুখে বাংলা শোনা যাবে। ছবিটি আপাতত বাংলার পর্যটন শিল্পে গতি আনার চেষ্টায় ব্যবহার হবে। নাম ‘বিউটিফুল বেঙ্গল।’
ছবিটি তৈরি করেছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। রাজ্যের বেশ কিছু এলাকায় শু্যটিং হয়েছে। এতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের নানা ‘সাফল্যের’ ছবি। জঙ্গলমহল থেকে দার্জিলিং সবই থাকছে। দিঘা, শান্তিনিকেতন, সুন্দরবন, দক্ষিণেশ্বর, ফুরফুরা শরিফ, সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, বেলুড় মঠও রয়েছে। অনিরুদ্ধ জানান, ছবিটি আদতে বিশেষ ভাবনামূলক চলচ্চিত্র (আইডিয়া ফিল্ম)। বেশির ভাগ শু্যটিং পশ্চিমবঙ্গে হলেও শাহরুখের অংশের কাজ হয়েছে মুম্বইয়ে। তবে তাঁর কথায়, “শু্যটিং কোথায় কোথায় হয়েছে, তা নিয়ে কিছু বলব না। কারণ, এটি আইডিয়া ফিল্ম।” |
শাহরুখের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত অনিরুদ্ধ। বললেন, “শাহরুখের সঙ্গে শু্যটিং করে দারুণ লাগল। বাংলার সংস্কৃতির প্রতি ওঁর যে শ্রদ্ধা, কাজের ক্ষেত্রে যে প্রস্তুতি দেখলাম, না দেখলে বিশ্বাস হয় না।”
আইপিলের সময়ে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কলকাতা নাইট রাইডার্সের মালিক। তখনই শাহরুখ মমতাকে এমন একটি ছবির কথা বলেন বলে ওয়াকিবহাল মহল জানায়। পারিশ্রমিক কী নেবেন, প্রশ্ন করায় শাহরুখ বলেন, “একটি মাছভাজা চাই।”
কী আছে ৩ মিনিটের ওই তথ্যচিত্রে? মহাকরণ সূত্রে খবর, ঐতিহাসিক-সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ‘পরিবর্তনে’ আর্থ-সামাজিক চিত্র কী ভাবে বদলাচ্ছে, তা-ও রয়েছে। দেখানো হয়েছে, জঙ্গলমহলে মেয়েরা হাসিমুখে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। শাসকদলের এক নেতা বলেন, “বাম আমলে রাজ্যকে দেশ তথা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা সে ভাবে হয়নি। নতুন সরকার শাহরুখ খানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তা করবে।” ছবিটি নিয়ে খুব উৎসাহী পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। তাঁর কথায়, “অমিতাভ বচ্চন গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আমাদের আছেন শাহরুখ। তাঁর জনপ্রিয়তায় বিদেশি পর্যটকেরাও আরও বেশি করে বাংলায় আসবেন।” |