সাধারণ মানুষের অভিজ্ঞতা কার্যত নস্যাৎ করে দিয়ে পরিবহণমন্ত্রী মদন মিত্র জানালেন, কোনও রুটে অটো ভাড়া বেড়েছে বলে তাঁর কাছে খবর নেই। শুক্রবার মহাকরণে তিনি বলেন, “ইউনিয়নগুলি বৈঠকে জানিয়েছে, তারা ভাড়া বাড়ায়নি। তাই এর কোনও প্রমাণ আমার কাছে নেই। তবে সরকার নীতিগত ভাবে ভাড়াবৃদ্ধির বিরোধী।”
গত কয়েক দিন ধরেই যাত্রীদের অভিযোগ আসছে, শহর ও শহরতলির নানা রুটে অটো ইউনিয়নগুলি ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে চলেছে। শিয়ালদহ-বেলেঘাটা, উল্টোডাঙা-বাগুইআটির মতো কিছু রুটে দু-এক টাকা করে অটো ভাড়া বেড়েছে। মধ্যমগ্রাম-বারাসতের মতো কিছু অঞ্চলে একই রুটকে দু’তিন ভাগে ভাঙার অভিযোগ উঠেছে কিছু অটোচালকের বিরুদ্ধে। যার জেরে হয়রান হতে হচ্ছে যাত্রীদের। তবু এ ব্যাপারে আপাতত চুপ থাকার কৌশলই নিল সরকার। |
শুক্রবার মহাকরণে ফের অটো ইউনিয়ন, পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। পরে তিনি ফের জানান, অটোতে চার জনের বেশি যাত্রী তোলা যাবে না এবং কোনও রুট ভাঙাও যাবে না। ইউনিয়নগুলিকে এ নিয়ে বাড়তি নজরদারির আবেদন জানান মন্ত্রী। ইউনিয়নগুলিকে এ দিন ফের অটোচালকদের পরিচয়পত্র দ্রুত তৈরির নির্দেশ দেন। পুলিশ ও পরিবহণ দফতরের সাহায্য নিয়ে অটো এবং চালকদের তালিকা তৈরির সিদ্ধান্তও হয়েছে। চালকদের পাশাপাশি এ বার যাত্রীদেরও অটোতে মোবাইলে কথা না-বলতে অনুরোধ করেন মন্ত্রী। তিনি বলেন, “যাত্রীদের সুরক্ষার কারণেই এ সব বন্ধ করা উচিত। ইউনিয়নগুলি বলেছে, অন্য গাড়ির অসুবিধে না করে যাঁরা অটোয় অল্প আলোকসজ্জা করেছেন, তাঁদের অনুমতি দেওয়া হোক। বিষয়টি পুলিশকে ভেবে দেখতে বলেছি।” অটোর পাশাপাশি, এ দিন ট্যাক্সিতে যাত্রী-প্রত্যাখ্যান না করতে ফের চালকদের কাছে আর্জি জানান মন্ত্রী। |