টুকরো খবর
কৃষ্ণনগরে মিছিলে লাঠি
সিপিআই (এমএল) লিবারেশনের মিছিলের উপর লাঠি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট ছোড়া হয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে লিবারেশনের কর্মী সমর্থকেরা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছিলেন। রবীন্দ্র ভবনের সামনে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকায়। তখন মিছিলের লোকজন রীতিমতো মারমুখী হয়ে ব্যারিকেড ভেঙে দিয়ে প্রশাসনিক ভবনের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকেন। এই সময় পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। সিপিআই (এম এল) লিবারেশনের নদিয়া জেলা সম্পাদক সুবিমল সেনগুপ্ত বলেন,“বিনা প্ররোচনায় পুলিশ আমাদের কর্মী সমর্থকদের উপর লাঠি চালিয়েছে। কোনও কর্মী পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোঁড়েনি।” তবে জেলার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন,“এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই।”

লালগোলা কাপ
অষ্টম বর্ষের ‘লালগোলা চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা’ শুরু হল শুক্রবার। লালগোলা এম এন অ্যাকাদেমি মাঠে ওই খেলা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ৮টি দলের নকআউট পর্যায়ের এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে। এই পর্বে ১০টি দলের মধ্যে ৬টি দল বেছে নেওয়া হয়েছে। বাকি দু’টি দল হল গত বছরের প্রতিযোগিতা জয়ী ও ফাইনালে পরাজিত দল। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘লালগোলা সঞ্জীবনী’ পরিচালিত ওই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলই লালগোলা থানা এলাকার। আগামী ১৪ সেপ্টেম্বর ‘লালগোলা চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা’র চুড়ান্ত পর্বের খেলার বিজয়ী দলকে দেওয়া হবে ‘সব্যসাচী মিত্র উইনার্স কাপ’ ও বিজয়ী দলের প্রতিপক্ষকে দেওয়া হবে ‘নজরুল ইসলাম রানার্স কাপ’।

প্রতারণার অভিযোগ
প্রতারণার অভিযোগ উঠল এক স্বর্ণকারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে নবদ্বীপের আনন্দবাস গ্রামের জনা তিরিশেক বাসিন্দা নবদ্বীপ থানায় সন্তু পাল নামে ওই স্বর্ণকারের বিরুদ্ধে প্রায় ৬০ ভরি সোনা ও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ দায়ের করেন। স্থানীয় লোকজনের বক্তব্য নবদ্বীপের বাসিন্দা সন্তু পাল তিন বছর আগে আনন্দবাস গ্রামে সোনার দোকান করেন। এলাকাবাসী তার কাছে গয়না তৈরি করতে দেন। এরপর সে গয়না নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। নবদ্বীপের আইসি শংকর কুমার রায়চৌধুরি বলেন,“অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চলছে।”

সশ্রম কারাদন্ড
দুই কংগ্রেস সমর্থকের বাড়িতে লুঠপাট ও তাদের মারধরের অভিযোগে শুক্রবার ১১ জন সিপিএম নেতা ও সমর্থককে ৫ বছর করে সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুরের অতিরিক্ত দায়রা ও জেলা জজ পুলক কুমার তিওয়ারি। সরকারি আইনজীবী আকিমুদ্দিন বিশ্বাস জানান, ১৯৮৯ সালের ১৮ সেপ্টেম্বর মাসে সিপিএম সদস্য সর্বেশ্বর মালের নেতৃত্বে ওই সিপিএম সমর্থকেরা নিমাই মাল ও পবন মাল নামে দুই কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালায়। তাদের আক্রমণে দু’জনই গুরুতর আহত হন। পরে নিমাই পালের হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত সকলেই গ্রেফতার হলেও দীর্ঘদিন তাঁরা জামিনে মুক্ত ছিলেন। এদিন আদালত তাদের শাস্তি ঘোষণা করে।

চাষিদের আন্দোলন
পটলের নায্য দাম না পেয়ে প্রায় এক ঘন্টা করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে রাখলেন ক্ষুব্ধ চাষিরা। পরে প্রশাসনের কর্তারা এসে স্থানীয় ব্যবসায়ী ও চাষিদের নিয়ে আলোচনায় বসার পরে অবরোধ উঠে যায়। শুক্রবার সকালে বিভিন্ন এলাকার চাষিরা বেতাই বাজারে পটল নিয়ে এসেছিলেন। চাষিদের অভিযোগ, ফড়েরা মাত্র তিন থেকে চার টাকা কেজি দরে পটল কিনতে চাইছিল। তারই প্রতিবাদে এদিন সকালে তেহট্টের বেতাইয়ে রাজ্য সড়কের উপর পটলের বস্তা ফেলে ঘন্টাখানেক অবরোধ করেন চাষিরা। তাঁরা বলেন, ফড়েদের দৌরাত্ম্য বাড়ছে। তেহট্টের মহকুমাশাসক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘চাষিদের ঠকিয়ে কেউ যাতে ফসল কিনতে না পারে সে ব্যাপারে কড়া নজর রাখা হচ্ছে।’’

কলেজে ভাঙচুর
এক ছাত্রীর হাত ধরে টানাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়ায় কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন বহিরাগত কিছু যুবক কলেজে ঢুকে তৃতীয় বর্ষের এক ছাত্রীর হাত ধরে টানে। তারপর উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে ভাঙচুর করে। কলেজের অধ্যক্ষ প্রদেশ ঘোষ বলেন, “ এক ছাত্রীর হাত ধরে টানার ঘটনা শুনেছি। তবে ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। কী কারণে পড়ুয়াদের একাংশ ভাঙচুর চালালো তা বুঝতে পারছি না।” তবে কোনও ছাত্র সংগঠনই ভাঙচুরের দায় স্বীকার করেনি। ছাত্র পরিষদের সাধারন সম্পাদক অরিজিৎ হাটি বলেন,“কলেজে ভাঙচুরের ঘটনা ছাত্র পরিষদ সমর্থন করে না।”

জাল রেশন কার্ড উদ্ধার
ভুয়ো রেশন কার্ড-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ। খবর পেয়ে পুলিশ শুক্রবার হরিণঘাটার নারায়ণপুর গ্রামে হানা দিয়ে বিমল সরকার ও গৌতম সরকার নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৯টি জাল রেশন কার্ড উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.