পুজোর আগে রাস্তা সারাতে উদ্যোগ পূর্বে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জেলার বেহাল রাজ্য সড়কগুলি মেরামতির জন্য টাকা বরাদ্দ ও ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শেষ হলেও বর্ষার জন্য কোনও কাজই শুরু হয়নি। তাই পুজোর আগে ওই রাস্তাগুলি অস্থায়ী ভাবে মেরামত করতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও পূর্ত দফতর। |
|
এমনই বেহাল তমলুক-কোলাঘাট রাস্তা। মথুরীতে পার্থপ্রতিম দাসের ছবি। |
বৃহস্পতিবার জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, পূর্ত কর্মাধ্যক্ষ শেখ সুফিয়ান ও জেলা পূর্ত দফতরের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে রাজ্য সড়কগুলির বেহাল অংশ মেরামতির পাশাপাশি জেলা পরিষদের অধীনে থাকা প্রায় ৩৬টি রাস্তা মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, বেহাল হয়ে পড়া জেলার ১৬টি রাজ্য সড়কের মেরামতির জন্য স্পেশাল বিআরজিএফ তহবিল থেকে ১১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই কাজের জন্য পূর্ত (সড়ক) ও পূর্ত দফতর টেন্ডার করে ঠিকাদার নিয়োগও করেছে। কিন্তু বর্ষা চলে আসায় ওই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পূজার আগে ওই সড়কগুলি অস্থায়ী ভাবে মেরামতির কাজ করবে পূর্ত দফতর। পূজার পর স্থায়ী ভাবে সড়ক মেরামতির কাজ শুরু হবে। সহ-সভাধিপতি জানান, জেলা পরিষদের অধীনে থাকা প্রায় ৩৬টি রাস্তার বেহাল অংশ মেরামতির জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থ কমিশন থেকে পাওয়া ওই টাকা রাস্তা মেরামতির কাজে খরচ করবে জেলা পরিষদ। এ ছাড়া জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি বিভিন্ন রাস্তা বেহাল হয়ে পড়েছে। ওই সব সড়ক মেরামতির জন্য রাজ্য সরকারের কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে। টাকা পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। |
|