|
|
|
|
পাঁশকুড়া ফুলবাজারের
নতুন কমিটির বৈঠক আজ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়া ফুলবাজারের নতুন পরিচালন সমিতি গঠন করেছে রাজ্য উদ্যান পালন দফতর। আজ, শনিবার নবগঠিত পরিচালন সমিতির প্রথম বৈঠক হবে পাঁশকুড়া ফুলবাজারেই।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রামের কাছে কনকপুরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত ওই সরকারি ফুলবাজার চালু হয়েছিল ২০০৪ সালে। উদ্যান পালন দফতরের উদ্যোগে গড়ে তোলা ওই ফুলবাজার পরিচালনার জন্য সেই সময় রাজ্য সরকার ৯ সদস্যের কমিটি তৈরি করেছিল। পাঁশকুড়া-সহ পার্শ্ববর্তী এলাকার ফুলচাষি ও ব্যবসায়ীদের ফুল বিক্রির জন্য আচ্ছাদনযুক্ত চাতাল, ফুল সংরক্ষণের জন্য হিমঘর, শৌচাগার, স্নানাগার ছিল ফুলবাজারে। কিন্তু ফুলবাজার চালুর কয়েকমাস পরই হিমঘর অচল হয়ে যায় বলে ব্যবসায়ীদের অভিযোগ। ক্রমশ ব্যবসায়ীদের পাশাপাশি চাষিদের কাছেও গুরুত্ব হারাতে থাকে ওই ফুলবাজার। বর্তমানে কেবলমাত্র সন্ধ্যাবেলায় ফুলবাজার চলে। ফুলবাজারে আসা চাষির সংখ্যাও
খুবই কম।
নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর ওই ফুলবাজারের বেহাল অবস্থা কাটানোর দাবি জানান স্থানীয় ফুল চাষি ও ব্যবসায়ীরা। এরপরই পরিস্থিতি খতিয়ে দেখতে গত এপ্রিল মাসে ওই ফুলবাজার-সহ জেলার বিভিন্ন ফুলবাজার পরিদর্শনে আসেন রাজ্যের উদ্যান পালন দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও মল্লিকঘাট ফুলবাজার পরিচালন সমিতির সদস্যরা। পাঁশকুড়া ফুলবাজারের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি ফুলবাজার পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হবে বলে জানান মন্ত্রী।
সেই মতো নতুন কমিটি গঠিত হয়েছে সম্প্রতি। ফুলবাজারের ১৩ সদস্যের নতুন পরিচালন সমিতির সভাপতি হয়েছেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান জাকিউর রহমান খান। সহ-সভাপতি হয়েছেন মল্লিকঘাট ফুলবাজার পরিচালন সমিতির সহ-সভাপতি স্বপন বর্মণ, আহ্বায়ক জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক কৃষ্ণেন্দু ঘোড়ই। নতুন পরিচালন সমিতির সদস্য হয়েছেন সারা বাংলা ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ নায়েক-সহ বেশ কয়েকজন ফুলচাষি ও ব্যবসায়ী। জাকিউর রহমান খান বলেন, “শনিবারের বৈঠকে ফুলবাজারের সমস্যাগুলি নিয়েই মূলত আলোচনা করা হবে।” |
|
|
|
|
|