|
|
|
|
|
|
|
মশলামুড়ি... |
|
|
পাওলির নাইটিতে তনুশ্রী |
‘অভিশপ্ত নাইটি’। মানে? মানে পরিচালক বীরসা দাশগুপ্তর পরের ছবি।
|
তাই নিয়ে টালিগঞ্জে জোর আলোচনা- অভিশপ্ত নাইটিটি সত্যি, সত্যি কার? শোনা যাচ্ছে, ছবিতে সেটির মালিক যে চরিত্রটি, তাতে অভিনয় করবেন পাওলি। ছবিতে অবশ্য চমকের কমতি নেই। পুরো ছবিতে ৪০ জন চরিত্র। হালে বাংলা ছবিতে এত জন চরিত্র দেখা যায়নি। প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মস। প্রধান চরিত্রে পাওলি, তনুশ্রী, পরমব্রত, যীশু। পাওলির বাংলা ছবিতে কামব্যাক তো হচ্ছেই। তাও ভেঙ্কটেশের মতো বড় ব্যানারে। সঙ্গে তনুশ্রীরও ভেঙ্কটেশের ব্যানারে প্রবেশ ঘটল। নিঃসন্দেহে সেটা তনুশ্রীর কেরিয়ারে একটা বড় লাফ। |
|
অবশ্য এক দিক দিয়ে সবচেয়ে বড় কামব্যাক বীরসার। ‘০৩৩’ আর ‘জানি দেখা হবে’ বক্স অফিসে হোঁচট খেলেও বীরসা কিন্তু দমে যাননি। আর তার ফল পাচ্ছেন হাতেনাতে। এবার টালিগঞ্জের সবচেয়ে বড় ব্যানার তাঁর পেছনে।
তবে এই ছবি অ্যানাউন্স হবার পর থেকে বীরসার বন্ধুবান্ধবরা তাঁকে ‘অভিশপ্ত ভাইটি বলে ডাকা শুরু করেছেন রসিকতা করে। |
|
|
মিশ্রণ: হুকাকাশি |
|
|
|
|
|