|
|
|
|
|
|
|
আপনার সাহায্যে... |
|
জলপাইগুড়িতে মহিলারাও মোটরবাইক দুর্ঘটনার শিকার হচ্ছেন |
সাবধান করলেন ডা. কমলেশ বিশ্বাস, অর্থোপেডিক সার্জেন, জলপাইগুড়ি |
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা বেড়েছে।
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় মোটরবাইক বা পণ্যবাহী ছোট গাড়ি যাকে পিক আপ ভ্যান বলা হয়, সেগুলিই দুর্ঘটনার কবলে পড়ে। হাতে, মাথায়, বুকে আঘাত লাগার প্রবণতাই বেশি। কোনও কোনও ক্ষেত্রে মাথার আঘাত গুরুতর হয়। অনেক ক্ষেত্রেই ওপেন ইনজুরি বা হাত, পায়ের হাড় বেরিয়ে গিয়েছে এমন রোগীও আসে। আসার পরে আমরা আগে দেখি, আঘাত কী ধরনের এবং তা কতটা গুরুতর।
দুর্ঘটনার পরে অনেকের জ্ঞান থাকে। অনেকের থাকে না। সে ক্ষেত্রে কী করণীয়?
আঘাত বুঝে চিকিৎসা তখনই শুরু করা হয়।
ডা. কমলেশ বিশ্বাস |
জ্ঞান থাকলে দুর্ঘটনার পরেই রোগীরা মানসিক আঘাত পান। সে কারণেই তাকে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দেওয়া হয়?
না। বরং তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমরা নানা রকম চেষ্টা করে থাকি।
রোগী প্রচণ্ড ব্যথায় ছটফট করলে কী করেন?
বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা হয়, কোন স্থানে আঘাত গুরুতর। সঙ্গে সঙ্গে সেই স্থানে চিকিৎসা শুরু হয়।
কমবয়সীদের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে। সে কারণেই কি মোটরবাইকে দুর্ঘটনা বেশি হয়?
দেখা গিয়েছে ৬০ শতাংশ ক্ষেত্রেই নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা ঘটে।
মহিলারাও কি মোটরবাইক দুর্ঘটনার শিকার হন?
অবশ্যই।
বয়স্কদের ক্ষেত্রে কোনও চোট সারতে কি বেশি সময় লাগে?
অবশ্যই। তার কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
প্রায়ই শুনি খানাখন্দ ভরা রাস্তায় বা বর্ষায় পা পিছলে বয়স্করা আঘাত পাচ্ছেন। এ ক্ষেত্রে তখনই কী ব্যবস্থা নেওয়া উচিত?
তখনই কাছাকাছি কোনও নার্সিংহোম বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
আঘাত পেলেই বয়স্করা জল খেতে চান। এটা কি বিপজ্জনক?
সব ক্ষেত্রে নয়।
বয়স্কদের আঘাতের ক্ষেত্রে পুরুষ না মহিলা কাদের প্রবণতা বেশি?
পুরুষ।
একটানা কম্পিউটারে বসে কাজ করলে ঘাড়ে ব্যথা হয়। কী করা উচিত?
এর অনেক কারণ আছে। তার মধ্যে স্পন্ডেলাইটিস বড় কারণ। পেশির টান, খিঁচ লাগা বা অন্য কোনও শারীরিক কারণ থাকতে পারে।
|
|
অনেক ক্ষেত্রেই দেখা যায়, এমন অনেকে চোট পান বা ব্যথায় কষ্ট পান, ছুটে গিয়ে দোকান থেকে ওষুধ কিনে খাইয়ে দেওয়া হয়। এটা কি উচিত?
ফার্স্ট এইড করা যেতে পারে। কিন্তু নিজে ইচ্ছেমতো ওষুধ কিনে খাওয়া কখনওই উচিত নয়। কোন ওষুধের কী প্রতিক্রিয়া বা তার পক্ষে সেই ওষুধ সহনশীল কি না ভেবে দেখতে হবে।
অনেকে সামান্য বাতের ব্যথাতেও ঘন ঘন পেন কিলার খান। এটা কি বিপজ্জনক?
এক নাগাড়ে পেন কিলার খাওয়া ঠিক নয়।
|
যোগাযোগ: ৯৮০৪২১৩৩৭৫
সাক্ষাৎকার: অনির্বাণ রায়
ছবি: সন্দীপ পাল |
|
|
|
|
|