গোটা সপ্তাহ জুড়ে চলছিল টোলগে-সমস্যা নিয়ে নানান ওঠা-নামা। উত্তেজনার পারদ চড়ছিল ময়দান জুড়ে। কত দীর্ঘ হবে টোলগে-নাটক?
সপ্তাহের শেষে এসে ফের আশার আলো দেখতে পারেন ‘মানসিক কষ্টে’ ভুগতে থাকা টোলগে ওজবে। কারণ, ইস্টবেঙ্গল ফের অস্ট্রেলীয় স্ট্রাইকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। সেটা কবে ও কখন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আজ, শনিবার বিকেল পর্যন্ত।
সব ঠিকঠাক চললে শুক্রবার বিকেলেই লাল-হলুদ তাঁবুতে ঢুকত টোলগের গাড়ি। কিন্তু কলকাতা লিগের ম্যাচ পিছিয়ে দেওয়াকে কেন্দ্র করে আইএফএ-র উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন লাল-হলুদ কর্তারা। বৃহস্পতিবারই বাতিল করে দেওয়া হয় টোলগের ‘অ্যাপয়েন্টমেন্ট’। হতাশায় ডুবে যান সবুজ-মেরুন এবং টোলগের ভক্তরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ভরে ওঠে নানা মন্তব্যে। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল ফের আলোচনায় বসতে রাজি হয়ে গেল ম্যাচ পিছনোর ‘যুক্তিপূর্ণ প্রমাণ’ দেখার পরেই। যা আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারকে দেখান নিজের অফিসে বসে।
কী সেই ‘যুক্তিপূর্ণ প্রমাণ’? দেবব্রতবাবুর কথায়, “আইএফএ সচিবের সঙ্গে আলোচনায় আমি সন্তুষ্ট। ম্যাচ যে তাদের ইচ্ছে মতো পিছিয়ে দেওয়া হয়নি, সংশ্লিষ্ট কাগজপত্রে সেটা পরিষ্কার।” এই ‘কাগজপত্র’ আসলে কলকাতা পুলিশ এবং আইএফএ-র মধ্যে বিনিময় হওয়া চিঠির দলিল। লাল-হলুদ কর্তা তাঁর সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্লাবের অন্যান্য কর্তাদেরও। তবে কবে, কখন টোলগেকে ইস্টবেঙ্গল তাঁবুতে আসতে বলা হবে, সেটা এখনও ঠিক হয়নি। দেবব্রতবাবু বললেন, “ক্লাব সচিব জানাবেন, কবে টোলগের সঙ্গে আলোচনায় বসবে ক্লাব।”
মোহনবাগান কর্তারা এ নিয়ে মন্তব্যে যেতে নারাজ। কয়েক জন প্রভাবশালী কর্তা অবশ্য মনে করছেন, লিগের ম্যাচ পিছনোতে মোহনবাগানের যে হাত নেই সেটা ইস্টবেঙ্গল বুঝল ঠিকই, তবে দেরিতে। শনিবার সবুজ-মেরুন কর্তারা আলোচনায় বসছেন টোলগের ব্যাপারে ভবিষ্যত কর্মসূচি ঠিক করতে। কিন্তু পরিস্থিতি যা, তাতে কোনও চমকপ্রদ পদক্ষেপের সম্ভাবনা নেই। কেননা টোলগে মহা-এপিসোড নিয়ে এখন এতটাই কোণঠাসা মোহনবাগান যে, ইস্টবেঙ্গলের দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া কোনও উপায় নেই। টোলগের সঙ্গে আলোচনা মানেই যে তাঁকে টোকেন ফেরত দেওয়া নয়, সে কথাও সাফ জানিয়ে দিলেন দেবব্রতবাবু। “আমরা টোলগের সঙ্গে সমস্যা মেটাতে একটা বোঝাপড়া চাই। তবে টোকেন ফেরত দেওয়া হবে কি না, সেটা বৈঠকের পরেই ঠিক হবে। আমরা এখনও ঠিক করিনি ওকে ছাড়া হবে কি না!” এমনকী টোলগের সঙ্গে আলোচনার সময় কোনও তৃতীয় পক্ষকে ঢুকতে দেবে না ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানের কোনও কর্তা টোলগের সঙ্গে এলে তাঁকে সম্মানের সঙ্গেই লাল-হলুদ তাঁবুতে গ্রহণ করা হবে বলে জানালেন দেবব্রতবাবু।
সব মিলিয়ে জমজমাট টোলগে-নাটকের শেষ অঙ্ক। তবে শেষ দৃশ্যপট যে লিখবেন লাল-হলুদ কর্তারাই সেটাও বোঝা যাচ্ছে। |