টুকরো খবর |
নিমচা সমবায়ে জয় জোটের |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কর্মচারী ঋণ সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল আইএনটিউসি ও আইএনটিটিইউসির জোট। নিমচা কোলিয়ারির ঘটনা। আইএনটিইউসি ও আইএনটিটিইউসি যথাক্রমে ২২টি এবং ২৭টি আসনে জয়লাভ করে। কোলিয়ারি সূত্রে খবর, সিটু বা অন্য কোনও সংগঠন শুক্রবার মনোনয়ন দাখিলের শেষদিনে কোনও মনোনয়ন জমা দেয়নি। আইএনটিইউসি নেতা রুস্তম খান জানান, এতদিন এই সমবায় সিটু দখল করে রেখেছিল।
|
দুর্বব্যহারে অভিযুক্ত বিদ্যুৎকর্মী, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মিটার ‘রিডিং’ করতে গিয়ে রানিগঞ্জের পূর্ব কলেজপাড়ায় এক গৃহস্থের সঙ্গে বিদ্যুৎকর্মীর দুর্ব্যবহারের অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূল। শুক্রবার রানিগঞ্জ বিদ্যুৎ বণ্টন কেন্দ্রে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষুব্ধদের বক্তব্য, বেশ কয়েকজন বিদ্যুৎকর্মী দুর্ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছেন। কর্তৃপক্ষ জানান, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
জ্বালানির দাবি |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
চার মাস ধরে জ্বালানি কয়লা পাচ্ছেন না খনিকর্মীরা, এই অভিযোগে রানিগঞ্জে জেকে নগর কোলিয়ারিতে এজেন্টকে ঘেরাও করে কেকেএসসির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। তাঁদের দাবি, চারমাস তাঁরা কোনও জ্বালানির কয়লা পাচ্ছেন না। কর্তৃপক্ষ জানান, অবিলম্বে সমস্যা মেটানো হবে।
|
ডাম্পার ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
লোহা ভর্তি একটি ডাম্পার ছিনতাই করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম নিকা সিংহ। ডাম্পারটি বৃহস্পতিবার রাতে নিঘা এলাকা থেকে ছিনতাই হয়। ডাম্পারের মালিক জামুড়িয়া থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, ডাম্পারটি এখনও উদ্ধার হয়নি।
|
বধূ ‘নির্যাতন’, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে এক মহিলার শাশুড়ি ও স্বামীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ওই থানা এলাকার বাবুয়াতলাওয়ের বাসিন্দা কনীর ফতিমা অভিযোগে জানান, ২০০৬ সালের ১১ জুলাই তাঁর সঙ্গে মহম্মদ আকবরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। দিন কয়েক আগে তাঁকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ আকবর ও তার মা সালিমা খাতুনকে গ্রেফতার করেছে।
|
স্কুলের দাবি |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একটি হিন্দি মাধ্যম বালিকা বিদ্যালয় চালু করার দাবিতে রানিগঞ্জে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করল তৃণমূল। তৃণমূল নেতা সাধন সিংহ জানান, রানিগঞ্জে অর্ধেকের বেশি ভোটার হিন্দিভাষী। অথচ এলাকায় হিন্দি মাধ্যম বালিকা বিদ্যালয় একটি। ফলে প্রতি বছরই আসনের অভাবে অনেকে ভর্তি হতে পারছে না। আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত প্রতিলিপি জমা দেবেন বলে জানিয়েছেন।
|
মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নিউটাউনশিপ থানার ফুলঝোড়ে একটি মন্দিরে চুরি হল বৃহস্পতিবার গভীর রাতে। বাসিন্দারা জানান, শুক্রবার সকালে তাঁরা দেখেন মনসা মন্দিরের দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, ‘ক্যাশবাক্স’ ভেঙে টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মূর্তির শরীরের গয়নাও উধাও। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|