প্রথম ডিভিশন ফুটবলে রাধারানি স্টেডিয়ামের খেলায় আরাধনা সঙ্ঘ ২-১ গোলে হারায় চৌরঙ্গী ক্লাবকে। আরাধনার হয়ে গোল করেন প্রশান্ত সোরেন ও সাদ্দাম হোসেন এবং চৌরঙ্গীর পক্ষে রাহুল দাস ব্যবধান কমান। স্পন্দন মাঠে দ্বিতীয় ডিভিশন ফুটবলে আমরা সবাই ক্লাব ৪-১ গোলে হারিয়েছে দিলীপ স্মৃতি সঙ্ঘকে। বিজয়ী দলের জগন্নথ কিস্কু, সন্তোষ মান্ডি, অচিন্ত্য মান্ডি, বিমল বাস্কে গোল করেন। বিজিতের পক্ষে ব্যবধান কমান উত্তম সরেন।
|
জেলা আন্তঃবিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা রবিবার আয়োজিত হবে কল্পতরু সুইমিং পুলে। শতাধিক প্রতিযোগী ১৬টি বিভাগে যোগ দেবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়াম হলে শুরু হবে আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা। তাতে ৬০ জন প্রতিযোগীর যোগ দেওয়ার কথা। এ দিকে, শনি ও রবিবার জেলা আন্তঃবিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা হবে অরবিন্দ স্টেডিয়ামে। যোগ দেবে ১২টি স্কুল।
|
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টস আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের শুক্রবারের খেলা শেষ হল অমীমাংসিত ভাবে। ফতেপুর মাঠের খেলায় দেশবন্ধু ক্লাব ও এফআরসি খেলার ফল ছিল ১-১। খেলার সেরা হন এফআরসির এল লাল। এই প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলাটিও অমীমাংসিত ভাবে শেষ হয়। শিবাজি সঙ্ঘ ও আদিবাসী ওয়াইএসফসির খেলায় দু’টি দল একটি করে গোল করে। এই খেলায় সেরা রঞ্জিত দে।
|
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল রাঙাপাড়া এসসিএম। ক্লাবের মাঠে তারা আসানসোল কিসকো সিসিকে টাইব্রেকারে ৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।
|
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হল কাল্লা সিসি। গোপালপুর মাঠের খেলায় তারা কালিকাপুর আজাদ ক্লাবকে ২-১ গোলে হারায়।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল আদিবাসী পঞ্চগ্রাম সমিতি। সোদপুর মাঠে তারা বড়ডাঙা আদিবাসী মিলন সঙ্ঘকে ১-০ গোলে হারায়। |