ব্যাঙ্ক থেকে বেরিয়ে টাকা ভর্তি ব্যাগ ডিকিতে রেখে মোটর সাইকেল সবে চালু করছিলেন এক ব্যবসায়ী। চোখের পলক ফেলতে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। বুধবার ঘটনাটি ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুরে। এ দিন ঘটনার কথা জানাজানি হতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “দুষ্কৃতীরা লাগোয়া বিহারের বলে মনে হচ্ছে। এলাকায় তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ জানায়, বসন্ত জৈন নামে হরিশ্চন্দ্রপুরের এক পাট ব্যবসায়ী এ দিন একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকা তোলেন। বাইরে ব্যাঙ্কের সামনে রাখা মোটর সাইকেলের ডিকিতে ব্যাগ রাখেন। ডিকি লক থাকলেও পেছন ফিরে দেখেন টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছে এক দুষ্কৃতী। দুষ্কৃতীকে তাড়া করেন তিনি। কিন্তু আচমকা ছুটে আসা অন্য এক দুষ্কৃতীর মোটর সাইকেলে উঠে উধাও হয়ে যায় সে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা জুড়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। গত রবিবার তুলসিহাটায় দেশি মদের দোকানে ঢুকে ক্যাশিয়ারের বুকে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী। একই কায়দায় ওই দুষ্কৃতীরা মোটর সাইকেলে চেপে আসে। দু’সপ্তাহ আগে সাহাপুরের এক দিনমজুর কাশ্মীর থেকে ছেলের পাঠানো ৩৫ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে সাইকেলে ব্যাগে রেখে বাড়ি ফিরছিলেন। মোটর সাইকেলে এসে দুষ্কৃতীরা ওই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ, পরপর ঘটনা ঘটে চললেও পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারছে না। হরিশ্চন্দ্রপুরের আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, “বিহারের কাটিহার থেকে একদন দুষ্কৃতী এলাকায় ঢুকেছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ওই দুষ্কৃতীরা জড়িত বলে মনে হচ্ছে। ওদের ধরার জন্য তল্লাশি চলছে।” যদিও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমূল হোসেন পুলিশকে দুষেছেন। তিনি বলেন, “পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। ওই সুযোগে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। এ দিনের ঘটনার পরেও পুলিশ ব্যবস্থা না নিলে পথে নামতে হবে।” ব্যবসায়ী সমিতির পক্ষে সাগরমল ভগত বলেন, “আমরা আতঙ্কিত। এ ভাবে চলতে থাকলে ব্যবসার কাজ চলবে কেমন করে!”
|
আন্দোলনে আদিবাসীদের সংগঠন |
রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে নামল আদিবাসীদের সংগঠন আদিবাসী সোসিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে কমিটির সদস্যরা তির, ধনুক, দাঁ, কুড়ুল-সহ বিভিন্ন ধারাল অস্ত্র নিয়ে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এর পরে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে কয়েকঘন্টা বিক্ষোভ দেখানোর পর জেলাশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন। অ্যাসোসিয়েশনের অভিযোগ, জেলায় ব্লকে ব্লকে আদিবাসীরা বার্ধক্যভাতা, বিধবাভাতা, তপশিল উপজাতি শংসাপত্র, ১০০ দিনের কাজ ও বিপিএলের পরিষেবা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না। অ্যাসোসিয়েশনের জেলা মুখ্য উপদেষ্টা গোপাল মুর্মু বলেন, “আদিবাসীদের সব সরকারি সুযোগ সুবিধা দেওয়া না হলে সরকারি কাজকর্ম অচল করে দেওয়া হবে।” জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানান, আদিবাসীদের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর গোলামালে উত্তেজনা ছড়াল। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাজার এলাকায়। আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইটাহারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানকে সামনে রেখে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সমর্থকরা বাজার এলাকায় সভা ডাকে। সভা শুরু হওয়ার আগে একদল তৃণমূল কর্মী আইএনটিটিইউসির কয়েকজন সমর্থকদের মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আইএনটিটিইউসি সমর্থকরা প্রায় দুই ঘন্টা হেমতাবাদের বাসস্ট্যান্ড এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, “আইএনটিটিইউসিকে দুর্বল করে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে হেমতাবাদ ব্লক তৃণমূল নেতাদের একাংশের নির্দেশে দুষ্কৃতীরা ওই হামলা করেছে। অবিলম্বে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।” হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি সন্দীপ রাহা বলেন, “অভিযোগ ভিত্তিহীন। আমরা কাউকে মারধর করিনি। যাঁরা ওই কাজ করেছেন তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।”
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে টেরাকোটার তৈরি কবিগুরুর প্রতিকৃতি তুলে দিতে কয়েকদিন ধরে ঘুরছেন তরুণ শিল্পী রিঙ্কু পাল। দলের স্থানীয় নেতা সুভাষ চাকী বলেন, “কারামন্ত্রীর মাধ্যমে কবির ১৮ ইঞ্চি মাপের প্রতিকৃতি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের বিডিও অফিসপাড়া এলাকার বাসিন্দা রিঙ্কু ছোটবেলা থেকে ব্রোঞ্জ, পাথর, ম্যাগনেসিয়াম, ফাইবার গ্লাস, সিমেন্ট প্লাস্টারে প্রতিকৃতি তৈরির কাজ করছেন। তাঁর তৈরি গনিখানের মূর্তি বসেছে মালদহে বৃন্দাবনী মাঠে।
|
কলেজের তৃতীয় বর্ষের রেজাল্ট সংশোধনের দাবিতে বিক্ষোভ দেখালেন ‘ক্যাজুয়াল’ ছাত্রছাত্রীরা। বুধবার ইসলামপুর কলেজে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এবছর কলেজ থেকে ৪০ জন ক্যাজুয়াল পরীক্ষা দিয়েছিলেন। ১৫ জন বাদে কারও রেজাল্ট ঠিকঠাক আসেনি। গত মঙ্গলবার কলেজের বিএ, বিএসসি, বিকমের তৃতীয় বর্ষের অনার্সের ফল প্রকাশ হয়েছে। ক্যাজুয়ালদের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ইসলামপুর কলেজ অধ্যক্ষ উতথ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “বিষয়টি জানি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।” |