রায়গঞ্জের সরকারি আবাসন চত্বরে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়ে চলার অভিযোগ উঠেছে। সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কর্তারা ওই পরিস্থিতির জন্য পুলিশের নজরদারির অভাবকে দুষছেন। ইতিমধ্যে সংস্থার তরফে পরিস্থিতির কথা জেলাপরিষদের কর্তাদের জানানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার বলেন, “সরকারি আবাসন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর বিষয়ে জেলা পুলিশ কর্তাদের সঙ্গে কথা হয়েছে।” রায়গঞ্জের ডিএসপি সালিমা লামা পুলিশি নজরদারির অভাবের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “সরকারি আবাসন এলাকায় নিয়মিত নজরদারি রয়েছে।” কিন্তু পুলিশ কর্তারা ওই দাবি করলেও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কর্তারা তা মেনে নিচ্ছেন না। সংগঠনের জেলা স্বাস্থ্য দফতরের ইউনিট সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন, “পুলিশের নজরদারির অভাবে গত একমাস থেকে সরকারি আবাসনে সন্ধ্যার পরে নেশার আসর বসছে। বিভিন্ন ঘরে চুরির হচ্ছে।” কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসনের সদর দফতর লাগোয়া এলাকায় ওই সরকারি আবাসন। ২৯৩ ঘরে পরিবার নিয়ে থাকেন নানা দফতরের আধিকারিক ও কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মলেন্দু দে-র বারান্দার গ্রিলের ছিটকিনি ভেঙে দুষ্কৃতীরা মোবাইল ফোন এবং দেড় হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। একই রাতে জেলা স্বাস্থ্য দফতরের এক কর্মীর আবাসনের গ্রিলের তালা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনার পরে সরকারি কর্মী মহলে ক্ষোভের সৃষ্টি হয়। গভর্নমেন্ট এমপ্লয়িজের কর্তারা আবাসনের বাসিন্দাদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দেন। যদিও রায়গঞ্জের ডিএসপি সালিমা লামা জানান, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের আবাসনে চুরি এবং স্বাস্থ্যকর্মীর আবাসনে চুরির চেষ্টার ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আবাসন এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাতে দুষ্কৃতীরা সেখানে মহিলাদের নিয়ে আসছে। দিনভর বহিরাগতদের ভিড়। বাড়ছে তরুণ তরুণীর ভিড়। আবাসনের বাসিন্দা স্কুলছাত্রীদের কটূক্তির মুখে পড়তে হচ্ছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কর্তারা জানান, জেলা পরিষদের সভাধিপতিকে তাঁরা ওই সমস্যার পরিস্থিতির কথা জানিয়েছেন। সরকারি আবাসনে চুরির ঘটনা বেড়েই চলেছে। দ্রুত নজরদারি বাড়ানোর ব্যবস্থা না হলে তাঁরা বাসিন্দাদের নিয়ে আন্দোলনে নামবেন। আবাসনের বাসিন্দা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মলেন্দুবাবু বলেন, “রবিবারের চুরির ঘটনার পর থেকে আতঙ্কে আছি। পুলিশকে সমস্ত বিষয় জানিয়েছি।” |