আজ মালদহে প্রশাসনের সঙ্গে বৈঠক মমতার
বিশেষ ভলভো বাসে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সঙ্গী সচিবেরা। বুধবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।
প্রকাশ্য জনসভা হচ্ছে না। শুধুমাত্র মালদহ জেলাপ্রশাসনের আধিকারিকদের সঙ্গে জেলার উন্নয়ন নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মালদহ কলেজ অডিটোরিয়ামে ওই সভা হওয়ার কথা। তার আগে বুধবার রাতেই মালদহে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর সঙ্গে আসছেন রেলমন্ত্রী মুকুল রায়, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরাদ হাকিম। রাতে তাঁরা গৌড় ভবনে থাকবেন। প্রশাসনিক সভার পর সড়কপথে ইটাহারে রওনা হওয়ার আগে মালদহে সংখ্যালঘু ভবনের কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তবে প্রকাশ্য সভা না হওয়ায় অবশ্য কিছুটা হলেও মুষড়ে পড়েছেন জেলার তৃণমূলের নেতা-কর্মীরা। দলীয় সূত্রের খবর, চলতি সফরে প্রকাশ্য জনসভা না হলেও খুব শীঘ্রই মালদহে এসে তিনি জনসভা করবেন বলে স্থানীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের জেলা সভানেত্রী তথা মন্ত্রী সাবিত্রী মিত্র বলেছেন, “এবার মুখ্যমন্ত্রী সফর বেশ লম্বা। ফলে প্রকাশ্য সভা হওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পরে তিনি মালদহে এসে সভা করবেন।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার উন্নয়ন সংক্রান্ত নান বিষয় নিয়েই সভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হবে। মূলত জোর দেওয়া হবে স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির উপরে। পাশাপাশি, রাস্তাঘাটের বিষয়েও সভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। মথুরাপুরে একটি কলেজের দাবি রয়েছে। সভাতেই ওই কলেজে অনুমোদনের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া হবিবপুরে একটি কলেজ ও মালদহে একটি আইন কলেজের প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানানো হবে। দেওয়া হবে সুজাপুরে একটি হাসপাতাল গড়ার প্রস্তাবও। মুখ্যমন্ত্রীর মালদহ সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। অডিটোরিয়ামে বসানো হয়েছে ২০টি এসি মেশিন। নিরাপত্তার দায়িত্বে ২০০ পুলিশ। পাশাপাশি, আজ, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের সফর শুরু হচ্ছে। তা নিয়ে জেলাবাসীর আশার পারদ চড়ছে। বুনিয়াদপুরের জনসভা ‘সফল’ করাতে তৃণমূলের জেলা নেতারা আসরে নেমে পড়েছেন বলে দলীয় সূত্রের খবর। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ জানান, বাইরের জেলা থেকে আসছে ৩০০ সশস্ত্র পুলিশ। সব মিলিয়ে মোট ৭০০ পুলিশ কর্মী ও অফিসার নিযুক্ত করে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি শতাধিক রেল পুলিশ মোতায়েন করা হচ্ছে বুনিয়াদপুরের রেলের সভাস্থলে। এদিন সন্ধ্যায় বালুরঘাটে দুই দিনাজপুরের প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। শুক্রবার দুপুরে তিনি বুনিয়াদপুরে সভামঞ্চ থেকে অন্তত ১৭টি জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম বালুরঘাট সফর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.