আজ, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের সফর শুরু হচ্ছে। তা নিয়ে জেলাবাসীর আশার পারদ চড়ছে। বুনিয়াদপুরের জনসভা ‘সফল’ করাতে তৃণমূলের জেলা নেতারা আসরে নেমে পড়েছেন বলে দলীয় সূত্রের খবর। দু’দিনের সফর নিয়ে বালুরঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ-প্রশাসন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ জানান, বাইরের জেলা থেকে আসছে ৩০০ সশস্ত্র পুলিশ। সব মিলিয়ে মোট ৭০০ পুলিশ কর্মী ও অফিসার নিযুক্ত করে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি শতাধিক রেল পুলিশ মোতায়েন করা হচ্ছে বুনিয়াদপুরের রেলের সভাস্থলে। এদিন সন্ধ্যায় বালুরঘাটে দুই দিনাজপুরের প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। শুক্রবার দুপুরে তিনি বুনিয়াদপুরে সভামঞ্চ থেকে অন্তত ১৭টি জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম বালুরঘাট সফর। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি স্বপন বিশ্বাস মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এ জেলার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির উন্নতিতে ৮ দফা প্রস্তাব পাঠিয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের কথায়, “রেলমন্ত্রী থাকার সময় বালুরঘাটকে রেলের মানচিত্রে ঠাঁই দিয়ে হিলি থেকে হরিরামপুর এবং কুশমন্ডি থেকে কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ প্রকল্প অনুমোদন করেছেন। তাই মানুষের আশা-আকাঙ্খা বেড়েছে।” বুনিয়াদপুরে রেল ওয়াগান তৈরির কারখানার শিলান্যাস, বালুরঘাটে কামারপাড়া এবং ভাটপাড়ায় দুটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। বংশীহারীতে একলব্য স্কুল, বালুরঘাটে আদিবাসীদের ছাত্রাবাস, হরিরামপুর এবং তপনে আইটিআই কেন্দ্রের শিলান্যাস ছাড়া হরিরামপুরে সংখ্যালঘুদের গার্লস কলেজ সহ রেলের একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নবনির্মিত জেলা স্বাস্থ্য ভবন, জেলা হাসপাতালে সিক নিওনেটাল ও নন কম্যুনিটি ডিজিজ ওয়ার্ড উদ্বোধনের প্রস্তাবও গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। |