নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিধি ভেঙে সংশ্লিষ্ট দফতরের অনুমতি না নিয়েই জাতীয় সড়কের ধার বরাবর পার্কিং ব্যবস্থার বরাত দিয়ে টাকা নিয়েছেন বলে কবুল করলেন শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। অনুমতি না নিয়ে এই ধরনের পার্কিং ব্যবস্থা করায় আপত্তি তুলেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মাসখানেক আগেই চেকপোস্ট থেকে শালুগাড়া এবং দার্জিলিং মোড় থেকে শিবনগর পর্যন্ত জাতীয় সড়কের ধারে পার্কিং ব্যবস্থা টেন্ডার ডেকে বরাত দেয় শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষ শিলিগুড়ি পুলিশ কমিশনারকে জানিয়েছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের শিলিগুড়ি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার নির্মল মণ্ডল জানিয়েছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনও অনুমতি নেওয়া হয়নি। শহরের ট্রাফিক সমস্যা নিয়ে সম্প্রতি পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। টেন্ডার ডেকে বরাত দেওয়া হলেও তা বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন পুর কর্তৃপক্ষ। পার্কিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র গঙ্গোত্রী দত্ত। তবে তাঁর হয়ে ওই দফতর দেখভাল করেন ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পারিষদ দেবশঙ্কর সাহা। মেয়র বলেন, “জাতীয় সড়কের ধার বরাবর পার্কিংয়ের ব্যবস্থা করা যাবে না বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ওই রাস্তায় ধারে অনেক সময় গাড়ি দাঁড়িয়ে থাকে। পুলিশ সে সব সরাতে চাইছে। পার্কিং ব্যবস্থার জন্য টেন্ডার ডেকে বরাত দেওয়া হলেও তা বাতিল করা হবে। বরাত পাওয়া সংস্থা বা ব্যক্তিদের টাকাও ফেরত দেওয়া হবে।” দেবশঙ্করবাবু জানিয়েছেন, জাতীয় সড়কের ধার বরাবর পার্কিংয়ের ব্যবস্থা করা যাবে না তা তাঁদের জানা ছিল না। পুর এলাকার মধ্যে বলেই তাঁরা বরাত দিয়েছেন। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, “জাতীয় সড়কের ধার বরাবর পার্কিং ব্যবস্থার বরাত দিয়ে বেআইনি কাজ করেছেন পুর কর্তৃপক্ষ।” বুধবার শহরের ট্রাফিক সমস্যা নিয়ে পুর কর্তৃপক্ষ পুলিশ, পূর্ত দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। মেয়র জানান, পুজোর আগে বেশ কিছু জায়গায় পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন দফতরগুলিকে নিয়ে শীঘ্রই সমীক্ষা হবে। ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা জানান, এক রুটের অটো যাতে অন্য রুটে না চলে তা দেখতে আলাদা রং করার কথা জানানো হয়েছে। হিলকার্ট রোডে ধীর গতির যান চলার সময়সীমা কমানোর সিদ্ধান্ত হয়েছে। |