টুকরো খবর |
সচেতনতায় প্রচার-শিবির কৃষি দফতরের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেসরকারি সংস্থার চড়া সুদে ঋণের ফাঁদ থেকে চাষিদের বাঁচাতে প্রচারে নেমেছে কৃষি দফতর। গ্রামে ঘুরে সচেতনতা শিবির করে চাষিদের কিসান ক্রেডিট কার্ড করে স্বল্প হারে ঋণের সুযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গত ২৭ অগস্ট থেকে খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকে ওই প্রচার শুরু হয়েছে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। দুই ব্লকের ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক মেহফুজ আহমেদ বলেন, “বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে দুই ব্লকের কয়েক হাজার চাষির নাকাল দশা হয়েছে। পরিস্থিতি ঠেকাতে প্রতিদিন দুটি সচেতনতা শিবির করা হচ্ছে। আমরা চাষিদের কিসান ক্রেডিট কার্ড করে চাষের কাজে কম সুদে ঋণ নেওয়ার পরামর্শ দিচ্ছি।” কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকে অন্তত ১০ হাজার চাষি বিভিন্ন বেসরকারি সংস্থার দেওয়া ঋণের জালে জড়িয়ে দিশেহারা হয়েছেন। বেসরকারি হিসেবে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি। সুদের হারের ঠিক নেই। প্রলোভন দিয়ে ঋণের ব্যবস্থা করে বিভিন্ন সংস্থা বিভিন্ন হারে সুদ আদায় করছে। ওই সুদ মেটাতে গিয়ে বিপাকে পড়ছে চাষিরা। কৃষি কর্তারা জানান, কিসান ক্রেডিট কার্ড করে মাত্র ৪ শতাংশ হারে ঋণ পাওয়া যায় সেটা চাষিদের অনেকে জানেন না। ফলে চাষের মরসুমের শুরুতে তাঁরা বেসরকারি সংস্থার ঋণের খোঁজ শুরু করেন। সামনে রবি মরসুম। এ বার যেন ওই পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য তাঁরা গ্রামে ঘুরে চাষিদের বোঝানোর কাজ শুরু করেছেন। ব্লক কৃষি কর্তারা জানান, ইতিমধ্যে দুটি ব্লকের ১ হাজার ২০ চাষি কিষাণ ক্রেডিট কার্ড করেছে। আরও ৬ হাজার চাষিকে ওই সুবিধার আওতায় আনার চেষ্টা চলছে।
|
ফুটবল প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির দাদাভাই ক্লাবের উদ্যোগে ভেটারেন এবং কচিকাঁচাদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানিয়ে দেন আগামী ২ সেপ্টেম্বর দিনরাতের ভেটারেন ফুটবল প্রতিযোগিতা হবে। ৪৫ বছরের বেশি বয়সের ফুটবলাররা যোগ দিতে পারবেন। শিলিগুড়ি থেকে ৭ টি এবং কালিম্পং থেকে ১টি দল যোগ দেবে। ৪০ মিনিটের এক একটি ম্যাচ হবে। অনূর্ধ্ব ১৫ আন্তঃ কোচিং ক্যাম্প নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৯-১৬ সেপ্টেম্বর। মহালয়ার দিন ওপেন বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। ৪৫, ৫০, ৫৫, ৬০, ৬৫ কিলোগ্রাম এবং ৬৫ কিলোগ্রাম ঊর্ধ্ব বিভাগে প্রতিযোগিতা হবে।
|
মোটরবাইক থেকে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার মহাকালপল্লিতে। পুলিশ জানায়, ওই মহিলার নাম চন্দ্রিমা সাহা। এদিন সন্ধ্যায় তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি বাইকে থাকা ৩ যুবক তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে সাড়ে তিন হাজার টাকা এবং কিছু কাগজপত্র ছিল। শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অগ্রবাল বলেন, “একের পর এক ছিনতাই হচ্ছে শহরে। পুলিশ কেন দুষ্কৃতীদের ধরতে পারছে না বুঝতে পারছি না। এই ধরণের ঘটনা আটকাতে পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থা নেন সে ব্যপারে প্রয়োজনে কমিশনারের কাছে যাব।” শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ ঘটনাস্থলে যান। তিনি ওই মহিলার সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”
|
কারাদণ্ডের ঘোষণা |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বধূ নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার দায়ে সাজা হল এক চা শ্রমিকের। নাম অমর সূত্রধর। ২০০৮ সালের ৮ জুন নাগরাকাটার ধরনীপুর বাগানের বাসিন্দা অমর সূত্রধরের স্ত্রী নাইমা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। চার বছর মামলা চলার পর অমর সূত্রধরকে বুধবার আদালত দোষী সাব্যস্ত করেছে। বধূ নির্যাতনের জন্য তিন বছর জেল, আত্মহত্যায় প্ররোচনার জন্যে ১০ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ওই শ্রমিকের।
|
ওয়ার্ড ভিত্তিক পুর-সমীক্ষা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রতিবন্ধীদের সঠিক সংখ্যা জানতে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরসভা। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে ওই কথা বলেন পুরসভার চেয়ারম্যান নান্টু পাল। তিনি জানান, পুরসভার নথিভুক্ত প্রতিবন্ধীর সংখ্যা ৬৫০ জন। বর্তমানে পুর এলাকাতে ওই সংখ্যার দ্বিগুণ প্রতিবন্ধী রয়েছে। তিনি বলেন, “প্রতিবন্ধীর সঠিক সংখ্যা জানতে ওয়ার্ড ভিত্তির্ক সমীক্ষা চালাতে হবে। পুরসভার পক্ষ থেকে সে উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে যৌথ ভাবে ওই কাজ করা হবে। প্রতিবন্ধীরা পুরসভা থেকে একটি ভাতা পান। এ ছাড়া তাঁদের জন্য বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধে রয়েছে। প্রত্যেকেই যাতে তা পান সে চেষ্টা করা হবে।” প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্রদীপ দাশগুপ্ত জানান, সম্প্রতি পুরসভার ৪৭টি ওয়ার্ডে সমীক্ষা করে বিপিএল তালিকাভুক্ত ১৫০ জন প্রতিবন্ধীকে চিহ্নিত করেছেন। সংস্থার পক্ষ থেকে আজ, বৃহস্পতিবার শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার একটি ক্লাবে প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির করা হবে। সেখানে ওই ১৫০ জনের হাতে সার্টিফিকেট দেওয়া হবে। এ ছাড়াও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, ট্রাই সাইকেল দেওয়া হবে।”
|
পার্কে গোলমাল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অসামাজিক কাজকর্মের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি থানার বাঘাযতীন পার্কে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পুলিশের একটি দল টহলদারিতে পার্কে যায়। খারাপ আচরণের অভিযোগে এক তরুণ ও তরুণীকে সেখান থেকে চলে যেতে বলে পুলিশ। তাঁরা চলে যাওয়ার পর দুই যুবক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পার্কে প্রেমিকাকে নিয়ে বসে থাকলে কি অসুবিধে রয়েছে তা পুলিশের কাছে জানতে চান এক যুবক। সেই সময় স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে পার্কে অসামাজিক কাজকর্মের অভিযোগ তোলেন। তা নিয়ে ওই যুবকের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা শুরু হয়। পরে পুলিশ ওই যুবকদের সরিয়ে দেয়। পুলিশের এক অফিসার বলেন, “পার্কের মাঠে অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। সে জন্যই মাঝে মধ্যেই টহল দেওয়া হয়। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।”
|
দুর্ঘটনায় জখম ৩ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন জখম হয়েছেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, জখমদের নাম বিশ্বজিৎ সিংহ, পিন্টু সিংহ এবং সঞ্জয় গোঁসাই। তাঁদের বাড়ি দেবীডাঙ্গায়। বিশ্বজিতের চোট গুরুতর থাকায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি ২ জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেনাবাহিনীর ট্রাক আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ব্যক্তিগত কাজে দেবীডাঙ্গা থেকে ওই ৩ জন একটি বাইকে চেপে বীরপাড়ার দিকে যাচ্ছিলেন। তাদের বাইকের সামনে একটি মালবাহী ট্রাক ছিল। সেটিকে ওভারটেক করার চেষ্টা করেন তাঁরা। সেই সময় উল্টোদিক থেকে আসা সেনাবহিনীর ট্রাক মুখোমুখি পড়ে। ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ৩ জন ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা জখমদের হাসপাতালে নিয়ে যান।
|
পাচারে ধৃত |
নেশার ওষুধ পাচারের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে প্রধাননগর থানার জংশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম সাদির মুখিয়া এবং সেগেন্দ্র ভিউরে। তাদের বাড়ি কালিম্পংয়ে। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ নেশার ওষুধ উদ্ধার করেছে পুলিশ। |
|