শিশুমৃত্যু, তদন্তে নেমে টালবাহানার অভিযোগ
তিন বছরের শিশুপুত্রের রহস্যজনক মৃত্যুর ১৭ দিন পরেও পুলিশ অভিযোগ নিতে টালবাহানা করছে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলেই প্রথমে রাজ্য সড়ক ২ ঘণ্টা এবং পরে ৩১ নং জাতীয় সড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করলেন বাসিন্দারা। বুধবার মালবাজার থানার ওদলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। অবরোধের জেরে ব্যাপট যানজট দেখা দেয়। বাসিন্দারা জানান, গত ১২ অগষ্ট দক্ষিণ ওদলাবাড়ির কালিবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা ঝুটন পালের ৩ বছরের ছেলে আকাশ পাল, মা মণিমা দেবীর সঙ্গে একই পাড়াতে কাকার বাড়িতে কীর্তন শুনতে গিয়ে নিখোঁজ হয়। সারারাত পুলিশ ও বাসিন্দারা খুঁজেও আকাশের কোনও হদিশ পাননি। পরেরদিন, ভোরে আকাশের দেহ তার বাড়ি থেকে ২৫০ মিটার দূরের একটি ঝোরা থেকে উদ্ধার হয়। খুনের অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা ১৪ অগস্ট ওদলবাড়িতে ক্রান্তিগামী রাজ্য সড়ক অবরোধ করেন। দোকানপাটও বন্ধ রাখা হয়। পেশায় মুদির দোকানদার ঝুটনবাবুর অভিযোগ, “গত ১৪ অগস্ট মালবাজার থানায় গিয়ে ছেলেকে খুন করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করি। কীভাবে অভিযোগ জমা দেব তা জানতে চাই। তখন ময়নাতদন্তের রিপোর্ট আসার পর খুনের অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্টের জন্যে ১৬ দিন অপেক্ষা করলাম। গত মঙ্গলবার মালবাজার থানায় যাই। এখনও ময়নাতদন্তের রিপোর্ট জমা না পড়েনি শুনি। তাই বাধ্য হয়ে পথে নেমেছি।” মালবাজারের এসডিপিও অরিন্দম সরকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “থানা থেকে কখনও এরকম পরামর্শ দেওয়া হয় না। আকাশের মৃতদেহ উদ্ধারের দিন বিকালে মালবাজারের সার্কেল ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ওঁনার বা আমার কাছে সরাসরি কেউ কিছু জানায়নি।” এ দিন দিনভর দফায় দফায় সড়ক অবরোধে নাকাল হন সাধারণ যাত্রীরা। সিনেমার শুটিং ইউনিটের সঙ্গে কাজে যোগ দিতে কলকাতা থেকে নাগরাকাটা যাচ্ছিলেন ইন্দ্রনীল রায়। আটকে পড়েন তিনি। শালুগাড়ার কেন্দ্রীয় বিদ্যালয় থেকে রাজাডাঙ্গা বাড়ি ফেরার পথে ওদলাবাড়িতে আটকে পড়ে অরবিন্দ কুমারের ছেলে ও তার বন্ধুরা। অবরোধের মধ্যে ছেলেদের খুঁজে পেতেও নাকাল হতে হয়েছে অরবিন্দবাবুকে। নাকাল যাত্রীরা জাতীয় সড়ক অবরোধমুক্ত করার আবেদন করেন। অবশেষে বিক্ষোভকারীরা এসডিপিও-র সঙ্গে আলোচনা করেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের কাছে পৌঁছবে। তার পরে তদন্ত করে অপরাধীকে ধরতে ২৪ ঘণ্টা সময় পুলিশকে দেওয়া হবে। কাজ না হলে ফের আন্দোলন হবে। এ দিন সন্ধ্যায় ঘটনার ১৭ দিন পর আকাশের বাবা ঝুটনবাবু মালবাজার থানায় ছেলের খুনের অভিযোগ দায়ের করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.