টুকরো খবর |
পুরসভায় চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, ধৃত এক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চাকরির লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বুধবার জানান, ধৃত সুরজিৎ চট্টোপাধ্যায় (৪৭) পুরসভায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ন’জনের কাছ থেকে মোট ৭ লক্ষ ১৫ হাজার টাকা নিয়েছিলেন। প্রাক্তন পুরকর্মী সুরজিতের বাড়ি বারাসতের দক্ষিণপাড়ায়। বছর দুই আগে তাঁকে বরখাস্ত করে পুরসভা। পুলিশ জানায়, গত ফেব্রুয়ারি মাসে বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা অভিজিৎ পাল নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, ২০১০ সালে তাঁর সঙ্গে আলাপ হয় সুরজিতের। এক দম্পতিকে নিজের আত্মীয় বলে অভিজিতের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। ওই দম্পতিও তখন পুরসভায় কাজ করতেন। অভিজিৎ এবং তাঁর পরিচিত আরও দু’জনকে টাকার বিনিময়ে ইলেক্ট্রিক্যাল বিভাগে কাজ দেন সুরজিৎ। আরও ছ’ জনকে কাজ দেবেন বলে প্রতিশ্রুতি দেন। অভিজিৎবাবু এবং তাঁর পরিচিত দু’জনকে পুরসভার ইলেক্ট্রিক্যাল বিভাগে রোজ নির্দিষ্ট এক জনের কাছে ‘হাজিরা’ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সুরজিৎ। ছোটখাটো নানা কাজে পাঠানো হত তাঁদের। পুলিশ জানায়, টানা তিন মাস তিন হাজার টাকা করে মাইনেও পেয়েছিলেন তাঁরা। হঠাৎ মাইনে বন্ধ হয়ে যাওয়ার পরে জানা যায়, ওই তিন জনের নিয়োগপত্র ভুয়ো। সেগুলিতে পুর-কর্তৃপক্ষের সই-এর জায়গায় হিজিবিজি ভাবে কিছু লেখা ছিল। অবশেষে মঙ্গলবার রাতে সুরজিৎকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে পুরসভার পার্সোনাল বিভাগের অফিসার আলোকোজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই কর্মীর বিরুদ্ধে আগেই নানা দুর্নীতির অভিযোগ ছিল। পুলিশকে তা জানানো হয়েছিল। ২০১০ সালে তাঁকে পুরসভা থেকে বরখাস্ত করা হয়।”
|
তোলা না দেওয়ায় হামলা, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বাড়ি তৈরির সময় এলাকার ‘দাদা’দের কথা মতো টাকা না দেওয়ায় বাড়ির মালিক-সহ তাঁর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ উঠল ক্যানিং এর ইটখোলা অঞ্চলের বৈকুন্ঠপুরে। গুরুতর জখম মাধব বিশ্বাস ও তাঁর স্ত্রী সীতাদেবী, মেয়ে বিজলিকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সীতাদেবী ও বিজলিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মাধববাবু জানান, তাঁরা আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কাছাকাছি যোগেশগঞ্জে থাকতেন। আয়লার পরেই তাঁরা ইটখোলা অঞ্চলে চলে আসেন। সেখানে জমি কিনে মাটির বাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করেন। বর্তমানে তাঁরা পাকা বাড়ি তৈরি করা শুরু করলে স্থানীয় যুবক সুব্রত শিকারি-সহ বেশ কয়েকজন তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করে। মাধববাবু সেই টাকা দিতে অস্বীকার করায় সুব্রত শিকারির নেতৃত্বে বেশ কয়েকজন যুবক মঙ্গলবার রাত ১২টা নাগাদ বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে। মাধববাবুর অভিযোগ, হামলাকারীরা তাঁর মেয়ের শ্লীলতাহানিরও চেষ্টা করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্কর প্রসাদ বাড়ুই বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুব্রত শিকারিকে গ্রেফতার করা হয়েছে।”
|
হাবরায় শুরু ফুটবল লিগ |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
|
হাবরার কামারথুবায় উদ্বোধনী ম্যাচের একটি মুহূর্ত। ছবি: শান্তনু হালদার। |
উত্তর ২৪ পরগনার হাবরায় শুরু হল কামারথুবা প্রগতি সংঘ পরিচালিত ফুটবল লিগ। ২০০৪ থেকে শুরু হওয়া এই লিগ এলাকায় যথেষ্ট জনপ্রিয়। এবারের লিগের উদ্বোধন করেন হাবরা পুরসভার কাউন্সিলার কাকলি ঘোষ। হাবরা ও অশোকনগরের মোট সাতটি দল এবারের লিগে অংশগ্রহণ করেছে। দলগুলি হল অশোকনগর ফুটবল কোচিং সেন্টার, অশোকনগর শান্তি সংঘ, আক্রামপুর ফুটবল কোচিং সেন্টার, জয়গাছি স্বামী বিবেকানন্দ আদিবাসী সংঘ, অশোকনগর সকার ইউনিট, কৃশানু দে ফুটবল কোচিং সেন্টার ও গোষ্ঠ পাল ফুটবল কোচিং সেন্টার। বুধবার উদ্বোধনী ম্যাচে আক্রামপুর ফুটবল কোচিং সেন্টার ২-১ গোলে হারিয়ে দেয় সকার ইউনিটকে। লিগে মোট ২১টি খেলা হবে। ফাইনাল খেলা হবে ১৬ সেপ্টেম্বর।
|
বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ শিবির |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বিপর্যয় মোকাবিলার উপর গত ২৪ অগস্ট থেকে বাসন্তী ব্লক দফতরে শুরু হওয়া ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির শেষ হল বুধবার। উদ্যোক্তা ছিল ‘ন্যাশানাল ডিফেন্স রেসকিউ ফোর্স’। সুন্দরবনে নদীবাঁধে ভাঙন, বন্যারোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলেচনা করা হয়। ব্লক এলাকার ১৮০ জন ছেলে-মেয়ে প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়। প্রশিক্ষণপ্রাপ্তদের মহকুমাশাসকের দফতর থেকে শংসাপত্র দেওয়া হবে।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় বাসন্তীর চুনাখালির ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম বরুণ মণ্ডল। তার বাড়ি থেকে দু’টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের এক কর্তা জানান, কী কারণে ওই আগ্নেয়াস্ত্র বাড়িতে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
পড়ুয়াদের বই-খাতা |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বসিরহাটের চারটি স্কুলের শ’চারেক ছাত্রছাত্রীর হাতে খাতা, কলম, ছাতা তুলে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষে গৌতম মুখোপাধ্যায় বলেন, “বর্ষায় অনেক দুঃস্থ পরিবারের ছেলেমেয়ে অর্থাভাবে ছাতা কিনতে পারে না। তাদের বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে হয়। সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
|
জামিন নাকচ |
সুটিয়া গণধর্ষণ মামলার অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসকে খুনের ঘটনায় ধৃত বিশ্বজিৎ বিশ্বাসের জামিন নাকচ করল বনগাঁ আদালত। গত ৫ জুলাই বরুণবাবুকে গুলি করে খুন করা হয়।
|
নিগ্রহে ধৃত ২ |
মাটি ব্যবসার ‘সিন্ডিকেট’-এর দৌরাত্ম্যের প্রতিবাদ জানানোয় কাশীপুরে মহিলাকে নিগ্রহের অভিযোগে তৃণমূল নেতা আরাবুল ইসলামের দুই অনুগামী গ্রেফতার। |
|