|
|
|
|
মুর্শিদাবাদকে তিনটি হাসপাতাল, অনুমতি পাবে বেসরকারি মাদ্রাসা |
অনল আবেদিন • বহরমপুর |
এই দিন বহরমপুরে জনসভায় আমজনতার উদ্দেশ্য ‘ঈদ মুবারক’ জানিয়ে মুখমন্ত্রী বলেন, “ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। বেসরকারি মাদ্রাসারও অনুমোদন দেওয়া হবে। ডোমকল, সাগরিদিঘি ও চণ্ডীপুরে (সমসেরগঞ্জে) সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়া হবে। এ জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য ১২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।” ২০০৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এ জেলার আসের্নিকদূষণ মুক্ত পানীয় জলের জন্য বহরমপুর এফ ইউ সি মাঠের সভা থেকে ৭০০ কোটি টাকার মোট ১২১টি প্রকল্পের শিলান্যাস করেন। বুধবারের বহরমপুর ব্যরাক স্কোয়র ময়দানের সভা থেকে এ দিন ওই ১২১টির মধ্যে ১৭টি প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পানীয় জলের ১২১টি প্রকল্পের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ১৭টির উদ্বোধন করলাম।”
বছর দশেক আগে জঙ্গিপুরে বেসরকারি উদ্যোগের একটি ফুডপার্কের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্চায। ফের বছর তিনেক আগে ওই জঙ্গিপুরেই মাত্র কয়েক কিলোমিটার তফাতে পৃথক আরও একটি বেসরকারি উদ্যোগের ফুডপার্কের শিলান্যাস করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। ওই দু’টি ফুডপার্কের কোনওটির নির্মান কাজ এখনও সর্ম্পূন হয়নি। সেই জঙ্গিপুরেই ফের আরও একটি ফুডপার্ক করা হবে বলে মুখ্যমন্ত্রী এ দিন ঘোষণা করেন। বিশাল আকারে ২০টি এল সি ডি এবং দু’টি জায়েন্ট স্ক্রিন শোভিত বুধবারের সরকারি সভায় প্রশাসনিক উদ্যোগে ও পৃথক ভাবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ গাড়ি ভাড়া করে ও ট্রেনে লোক নিয়ে যাওয়া হয়। সেই সভাস্থলে ২০৬টি স্টল থেকে মোট ৩০টি প্রকল্পের ৬০ হাজার ৬৫৩ জন উপভোক্তার মধ্যে অনুদান, ঋণ, ঋণপত্র, শারীরিক প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ, জমির পাট্টা ও শংসাপত্র বিলি করা হয়। এদিন ব্যারাক স্কোয়ারের তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলারও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সফর সঙ্গী ছিলেন রেলমন্ত্রী মুকুল রায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধায় মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা। মুর্শিদাবাদে সার্কিট ট্যুরিজম শুরু হয়েছে। |
|
|
|
|
|