টুকরো খবর |
মূক ও বধির যুবককে ডেকে নিলেন মমতা |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাঁশের ব্যারিকেডের ওপারে ভিড়ের ভিতরে এক যুবককে হাত নাড়াতে দেখে থমকে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কেউ কিছু বুঝে ওঠার আগেই সকলকে অবাক করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সটান চলে গেলেন ওই যুবকের কাছে। ব্যারিকেডের ওপার থেকে মুখ্যমন্ত্রীকে তখন ইশারায় কিছু বলতে থাকেন ওই যুবক। এ দিকে বুধবার কৃষ্ণনগর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ভিড় যেন তখন পিষে দিতে চাইছে তাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসক অভিনব চন্দ্রা ও পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র কোনওক্রমে তাঁকে ব্যারিকেড টপকে মঞ্চের দিকে নিয়ে আসেন। বোঝা যায়, ওই যুবক মূক ও বধির। হাত-মুখ নেড়ে আপ্রাণভাবে মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চাইছেন। মুখ্যমন্ত্রী তাঁকে ইশারায় একটি কাগজে নাম-ঠিকানা লিখে দিতে বলেন। কিন্তু উত্তেজনায় যুবকটি তখন তা-ও পারছিলেন না। তখন তৃণমূলনেত্রী তাকে মোবাইল নম্বর দিতে বলেন। তিন বার চেষ্টার পরে কাঁপা কাঁপা হাতে তিনি একটি মোবাইল নম্বর লিখে দেন। জেলাশাসককে নম্বরটি দেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, ওই যুবক সম্পর্কে সব খোঁজ খবর নিতে। তাঁকে কোনও ভাতা দেওয়া যায় কি না, তা দেখতে।”
|
প্রণব-ঘনিষ্ঠ নেতা তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুক্তিপ্রসাদ ধর বুধবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বুধবার রঘুনাথগঞ্জে প্রণববাবুর প্রাক্তন নির্বাচনী দফতরে বসেই এক সাংবাদিক বৈঠকে এই দলবদলের কথা ঘোষণা করেন মুক্তিবাবু। তাঁর দাবি, জেলা পরিষদের তিন দলীয় সদস্য সহ জঙ্গিপুর মহকুমার ৭০ জন কংগ্রেস নেতা ও প্রাক্তন পদাধিকারী বুধবার দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই দিনই জেলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় জঙ্গিপুর লোকসভা নির্বাচনে ২০০৪ সালে লড়তে এসে উঠেছিলেন মুক্তিবাবুর রঘুনাথগঞ্জের বাড়িতেই। কেন্দ্রীয় মন্ত্রী হয়েও দীর্ঘদিন জঙ্গিপুরে এসে এই বাড়িতেই থেকেছেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার ঠিক আগে গত জুনেও তাঁর শেষ জঙ্গিপুর সফরে প্রণববাবু মুক্তিবাবুর বাড়ি এসেছিলেন তাঁর ক্যান্সারে আক্রান্ত ভাইকে দেখতে। প্রণববাবু তখন মুক্তিবাবুকে ‘জঙ্গিপুরে কংগ্রেসকে আরও শক্তিশালী করার কাজে’ লেগে থাকার জন্য বারবার অনুরোধ করে যান। মুক্তিবাবু বলেন, “প্রণববাবু জঙ্গিপুরে ছিলেন আমাদের অভিভাবকের মতো। তিনি রাষ্ট্রপতি হয়ে চলে যাওয়ায় জঙ্গিপুরে এখন সম্মান নিয়ে দলে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের ক্ষোভের কথা শোনার মতো লোকও নেই। তাই কংগ্রেস ছাড়তে বাধ্য হলাম।” জেলা কংগ্রেস সভাপতি এবং প্রণববাবুর ঘনিষ্ঠ নেতা অধীর চৌধুরী অবশ্য বলেন, “মুক্তিবাবু নিছকই দলীয় কর্মী। এখন হাওয়া বুঝে দল বদলানোর গীত গাইছেন।”
|
টাস্ক ফোর্স গড়ার নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বৈঠকে পাট পচানোর সমস্যা ও তার সমাধান নিয়ে দীর্ঘসময় আলোচনা হয়। সাত দিনের মধ্যে তিনি একটি টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দেন। পাট পচানোর জন্য নয়ানজুলির পাশাপাশি জল ধর জল ভর প্রকল্প থেকে পাট পচানোর জন্য জল দেওয়ার নির্দেশ দেন। এদিন তিনি সংখ্যালঘুদের কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বিশেষ জোর দিতে বলেন। একই সঙ্গে এক মাসের মধ্যে সমস্ত ‘কাস্ট সার্টিফিকেট’ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বিএডিপি’র সমস্ত টাকা খরচ ও রানাঘাটের মহকুমাশাসকের প্রস্তাব মতো অলচিকি ভাষায় রানাঘাটে একটি এডুকেশন সেন্টার তৈরির কথা বলেন তিনি। খাদ্য সংরক্ষণ, ভুয়ো রেশন কার্ড বাতিল, হরিণঘাটা ও কালিগঞ্জে বটলিং প্লান্ট, কালিগঞ্জ ও নাকাশিপাড়ায় পটেটো চিপস তৈরির বিষয়টিও এই বৈঠকে উঠে আসে। এদিন বৈঠকে রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় সীমান্ত এলাকায় অপরাধ কমাতে বেশ কিছু প্রস্তাব দেন। তিনি বলেন, “বিএডিপি প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকায় পুনর্বাসন প্রকল্প গড়ে তুলতে হবে। গ্রন্থাগার, রাস্তা, স্কুল তৈরির বিষয়ে পুলিশের তরফ থেকে প্রস্তাব দেওয়া হবে।” বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের কোনও টাকা যেন পড়ে না থাকে। যেন ওরা বলতে না পারে যে, ‘আমরা টাকা দিচ্ছি, তোমরা খরচ করতে পারছ না’।”
|
রানাঘাটে ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে রানাঘাট মহকুমার পুলিশ প্রশাসন ‘‘সম্পর্ক-২০১২’’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে ৬টি থানা থেকে এক-একটি করে টিম অংশগ্রহণ করে। গত শনিবার রানাঘাট স্টেডিয়ামে গাংনাপুর ও তাহেরপুর থানার মধ্যে ফাইনাল হয়। গাংনাপুর থানা ২-০ গোলে তাহেরপুর থানাকে হারিয়ে টুর্নামেন্ট জয় করে।
|
মহিলা আত্মঘাতী |
নিজস্ব সংবাদদাতা • খড়গ্রাম |
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাম ঝুমা মণ্ডল মুখোপাধ্যায় (২১)। বাড়ি খড়গ্রাম থানার পিলসিমা গ্রামে। পুলিশ জানিয়েছে, বছর খানেক আগে অমিত মুখোপাধ্যায়ের সঙ্গে ওই মহিলার বিয়ে হয়। অমিত কর্মসূত্রে কাশ্মীরে থাকেন। মৃতার দাদা অমিত মণ্ডল খড়গ্রাম থানায় বোনের শ্বশুর-শাশুড়ি, ঠাকুরদা এবং ঠাকুমার নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
|
একলা চলো |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নদিয়া সফরে এসে দলের বিধায়ক, সাংসদ ও নেতা-নেত্রীদের সঙ্গে বুধবার সকালে সার্কিট হাউসে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু বিধায়ক ও নেতা সেই সময়ে দলনেত্রীর কাছে পঞ্চায়েতে একলা চলার প্রস্তাব দেন। দলীয় বিধায়কদের একাংশের দাবি, বৈঠকে সে কথা শুনে নেত্রী পঞ্চায়েত নির্বাচনে একা লড়ার কথা বলেছেন।
|
বাবাকে মারধর |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
জমি জায়গা সংক্রান্ত গন্ডগোলের জেরে বৃদ্ধ বাবাকে রড দিয়ে মারধরের অভিযোগ উঠল তিন ছেলের বিরুদ্ধে। থানারপাড়ার পূর্ব দোগাছি গ্রামের কাজি রমজান আলি নামে ওই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহত হন রমজানের অন্য দুই ছেলেও।
|
দুর্ঘটনায় মৃত্যু |
বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার সময়ে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ডোমকলের এক যুবকের। নাম কালু শেখ (১৮)। বাড়ি ডোমকল থানার আমিনাবাদে। সভা শেষে বাড়ি ফেরার বাস ধরার জন্য বহরমপুর স্টেডিয়াম মাঠে একটি লরির পিছনে বসে ছিলেন। সেই সময়ে একটি বাস ওই লরির সামনে ধাক্কা মারে। তখন লরির পিছনের চাকা পিষে দেয় ওই যুবককে। |
|