টুকরো খবর
৫ সেপ্টেম্বর বোর্ড-মিটিং হলদিয়ায়
নতুন পুরবোর্ড গঠনের পর দু’মাস কেটে গিয়েছে। এখনও বোর্ড-মিটিং করে উঠতে পারলেন না সিপিএম পরিচালিত হলদিয়া পুর-কর্তৃপক্ষ। গত জুলাই মাসে একবার ভেস্তে যাওয়ার পর আগামী ৫ সেপ্টেম্বর বোর্ড মিটিংয়ের ডাক দিয়েছেন ফের। বৈঠক করতে বদ্ধপরিকর পুর-কর্তৃপক্ষ এ বার প্রয়োজনে প্রশাসনিক নিরাপত্তা নেওয়ার কথা ভাবছেন। পুর-নির্বাচনের পর গত ২৬ জুন হলদিয়ায় নতুন পুরবোর্ড গঠন করে বামেরা। এক মাস পরে ২৩ জুলাই বোর্ডের প্রথম মিটিংয়ের ডাক দেওয়া হয়েছিল। ওই দিনই পুরসভার বিরুদ্ধে ‘অবৈধ’ ভাবে জমি লিজ দেওয়ার অভিযোগ দায়ের করে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বিরোধী কাউন্সিলর ও তৃণমূল সমর্থকেরা পুরভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকলে বোর্ড-মিটিং ভেস্তে যায়। বিরোধী তৃণমূলের বিক্ষোভের জেরে এরপর থেকে আর পুরসভায় ঢুকতে পারেননি পুরপ্রধান তমালিকা পণ্ডাশেঠ-সহ সিপিএমের উপপ্রধান, কাউন্সিলরেরা। এই ভাবেই কেটে গিয়েছে আরও এক মাস। সম্প্রতি এইচডিএ-র এফআইআর-এ স্থাগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে ফের পুরসভা আসছেন পুরপ্রধান, উপ-পুরপ্রধান, বিরোধী কাউন্সিলর ও আধিকারিকেরা। এই পরিস্থিতিতে বিলম্ব না করে দ্রুত বোর্ড মিটিং সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন পুর-কর্তৃপক্ষ। উপপুরপ্রধান নারায়ণ প্রামাণিক বলেন, “নতুন বোর্ডের প্রথম মিটিং ৫ সেপ্টেম্বর হবে। দু’দিনের মধ্যেই সমস্ত কাউন্সিলরদের চিঠি দেওয়া হবে। এ বার প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন জানাব।” তৃণমূলের বিরোধী নেতা দেবপ্রসাদ মণ্ডল অবশ্য বলেন, “আমরা বোর্ড-মিটিংয়ের বিরোধিতা করছি না। তবে এখনও চিঠি পাইনি। চিঠি হাতে পেলে সর্বসম্মতিক্রমে উপস্থিতির ব্যপারে সিদ্ধান্ত নেব।”

স্কুলের উন্নয়নে সাহায্য অবসরপ্রাপ্ত শিক্ষকের
স্কুলে গ্রন্থাগার থাকলেও বই ছিল গুটিকয়েক। গল্পের বই তো দূরের কথা, মিলত না পাঠ্যপুস্তকও। তাই ঘাটালের রত্নেশ্বরবাটি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অজিত কাণ্ডারের কাছে অর্থ সাহায্য চেয়েছিলেন স্থানীয় প্রতাপপুর হাইস্কুল কর্তৃপক্ষ। সেই আবেদনে সাড়া দিয়ে প্রতাপপুর হাইস্কুলে ৫০ হাজার টাকা দান করলেন অজিতবাবু। কয়েক মাস আগে ঘাটালেরই শ্যামসুন্দরপুর রাজকুমার হাইস্কুলেও ১ লক্ষ ২০ হাজার টাকা দান করেছিলেন তিনি। সেই টাকায় ইতিমধ্যেই ওই স্কুলে সেজে উঠেছে ল্যাবরেটরি। শ্যামসুন্দরপুর হাইস্কুলের প্রধানশিক্ষক সুব্রত বাঙ্গাল ও প্রতাপপুর স্কুলের প্রধানশিক্ষক অরুণ ভট্টাচার্য বলেন, “শুধু অর্থসাহায্যই নয়, অজিতবাবু স্কুলের উন্নয়নে মূল্যবান অনেক পরামর্শও দিয়েছেন বিভিন্ন সময়। তাই স্কুলের আজীবন সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে ওঁকে।” বছর আটেক আগে অবসর নেওয়ার সময় নিজের স্কুলেও ৫০ হাজার টাকা দান করেছিলেন অজিতবাবু। বিভিন্ন সময়ে বই-খাতা কিনে দিয়ে এলাকার দুঃস্থ ছেলে-মেয়েদের সাহায্য করা তো রয়েছেই। অজিতবাবু বলেন, “আমি দীর্ঘ ৩৫ বছরের বেশি স্কুলেই কাটিয়েছি। গ্রামাঞ্চলে স্কুলের নানান সমস্যা আমার জানা। তাই আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। স্ত্রী নমিতা ও দুই ছেলে-বৌমাও আমার এই সিদ্ধান্তে সবসময় পাশে থেকেছেন।”

অচৈতন্য ছাত্রী উদ্ধার স্কুলে
ছুটির প্রায় চার ঘণ্টা পর স্কুল চত্বর থেকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল একাদশ শ্রেণির এক ছাত্রীকে। বুধবার ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া গার্লস হাইস্কুলে। ওই ছাত্রীর বাড়ি পাঁশকুড়া থানার পশ্চিম নেকড়া গ্রামে। এ দিন বিকেল ৪টায় স্কুল ছুটির পর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা ওই ছাত্রীর খোঁজে স্কুলে আসেন। কিন্তু মূল ফটক বন্ধ থাকায় ফিরে যান তাঁরা। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়। পরে স্কুলের সাইকেল স্ট্যান্ডে সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় নৈশপ্রহরীর। দেখা যায় স্কুলের শৌচাগারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ছাত্রীটি। তখন রাত ৮টা। তাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

ছিনতাইয়ের ঘটনায় ধৃত ১
তিন পথচারীকে মারধর ও ছিনতাইয়ের পুরনো একটি ঘটনায় মঙ্গলবার রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। ধৃত বিক্রম নায়ক ওরফে বিকুর বাড়ি বেলদা থানা এলাকার রাধানগর গ্রামে। বুধবার ধৃতকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ৫ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ মে রাতে নন্দীগ্রাম থানার বয়াল গ্রামের সুদীপ মিদ্যা, পটাশপুর থানার চন্দনপুরের বাসিন্দা মুক্তিপদ পাত্র ও পঁচেট গ্রামের ভক্তিপদ দাস, খাড়গ্রামে জলসা দেখতে যাচ্ছিলেন। রাত দশটা নাগাদ চন্দনপুরে ওই তিন জনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে পালায় একদল দুষ্কৃতী। তিন জনকেই গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনাতেই জড়িত অভিযোগে বিকুকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের তল্লাশি চালানোর জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিষক্রিয়ায় মৃত্যু
বাড়ির পুকুর পাড় থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ব্যক্তির নাম রামপদ দাস (৪৫)। হলদিয়ার বাড়বাজিতপুরে তাঁর বাড়ি। বুধবার দুপুরে বাড়ির পুকুর পাড়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ভাই লক্ষ্মণ দাস। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না-তদন্তে পাঠায়। মৃতদেহের পাশে একটি কীটনাশক ও মদের বোতল পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

হোম থেকে নিখোঁজ
এক সরকারি হোম থেকে নিখোঁজ হল কিশোর। মঙ্গলবার ‘বোধোদয়’ নামে কাঁথির ওই হোম থেকে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। নিখোঁজ কিশোরের নাম শেখ এরশাদ। হোমের পরিচালন কমিটির সম্পাদক গৌতম শাসমল জানান, পিতৃমাতৃহীন এরশাদকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে হোমে পাঠিয়েছিল। মঙ্গলবার বিকেলে টিফিনের পরে প্রার্থনার সময় থেকেই তার খোঁজ মিলছিল না।

নকল মদ, গ্রেফতার
নকল বিদেশি মদ তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানার চড়াবাড় গ্রামে। আবগারি দফতরের এগরা সার্কেলের আধিকারিক কালীপদ হাঁসদা জানান, ধৃত সুব্রত দাস চড়াবাড় গ্রামেরই বাসিন্দা। তাঁর বাড়ি থেকে প্রায় ৩৫ হাজার টাকার নকল বিদেশি মদ, কাঁচামাল, সিল ও ছিপি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বুধবার কাঁথি আদালতে তোলা হলে ১৪ দিনের জেলহাজতে পাঠান বিচারক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.