|
|
|
|
দুর্ঘটনায় আহত ৩ পুলিশকর্মী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাতীয় সড়কের উপর বিকল গাড়ি সরানোর সময় লরির ধাক্কায় আহত হলেন তিন পুলিশকর্মী। বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার দিগলাবাড় গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে। গুরুতর আহত দুই পুলিশ কনস্টেবলকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে দিগলাবাড় গ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্যাক্সি বিকল হয়ে যায়। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ একটি গাড়িতে চেপে সেখানে যায়। পুলিশকর্মীরা ওই বিকল ট্যাক্সি মেরামতের চেষ্টা করছিলেন। সেই সময় খড়্গপুর থেকে হাওড়াগামী একটি লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। গাড়ির সামনে থাকা তিন পুলিশ কনস্টেবল জখম হন। তিন জনকেই প্রথমে পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে অজিত পড়িয়া ও বিশ্বজিৎ মাইতি নামে দুই পুলিশকর্মীকে গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক চিকিৎসার পর এক জনকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় অভিযুক্ত লরিটিকে পুলিশ আটক করেছে। চালক পলাতক।
এ দিনই সকালে তমলুকের রাধামনিতে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বছর চল্লিশের ওই মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতেন। এ দিন সকাল ৮টা নাগাদ রাধামনি বাজারের কাছে জাতীয় সড়কে ঘোরাঘুরির সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। |
|
|
|
|
|