|
|
|
|
ঘরছাড়াদের ফেরাতে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
ঘরছাড়া কংগ্রেস কর্মীদের গ্রামে ফেরানো এবং এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শান্তি বৈঠক হল মোহনপুরে। বুধবার মোহনপুর ব্লক প্রশাসনিক ভবনে খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্যের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও সুলোক প্রামাণিক, মোহনপুর থানার আইসি জাফরুল মল্লিক, তৃণমূলের সভাপতি প্রদীপ পাত্র, কংগ্রেসের ব্লক সভাপতি পরেশ জানা। বৈঠকে সাত জনের একটি শান্তিকমিটি তৈরি করা হয়। এই কমিটিই আপাতত ঘরছাড়াদের গ্রামে ফেরানোর বিষয়টি দেখভাল করবে বলে ঠিক হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ঈদের আগের দিন তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের বিবাদে মোহনপুর ব্লকের শিয়ালসাই পঞ্চায়েতের আঁতলা এলাকা থেকে কয়েকজন কংগ্রেস সমর্থক ঘরছাড়া হন। কংগ্রেস নেতা পরেশ জানার দাবি, ঘরছাড়ার সংখ্যা একশো জন হলেও ফিরে এসেছেন এঁদের মধ্যে ৩০ জন। বাকিরা তৃণমূলের সন্ত্রাসে ফিরতে পারেননি।তবে, তৃণমূল নেতা প্রদীপবাবুর দাবি, “এই ঘরছাড়াদের সংখ্যা প্রায় কুড়ি। অনেকেই সিপিএমের প্রশিক্ষিত সশস্ত্রবাহিনীর সদস্য। যারা দল বদলে এখন কংগ্রেসের আশ্রয়ে রয়েছে।” তিনি আরও বলেন, “ওরা এলাকায় শৃঙ্গলাভঙ্গ করছিল। তাই আমাদের সমর্থকদের নেতৃত্বে এলাকাবাসী প্রতিবাদ করেন। কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ভয়েই ওরা এলাকা ছেড়েছে।’’ কংগ্রেসের পক্ষ থেকে ৩৩ জন ঘরছাড়ার নামের তালিকা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃণমূল আবার ৯ জন ঘরছাড়া কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। মোহনপুর থানার আইসি জাফরুল মল্লিকও মেনে নিয়েছেন, ঘরছাড়াদের মধ্যে কয়েকজন একাধিক পুরনো মামলায় অভিযুক্ত। |
|
|
|
|
|