টুকরো খবর
সমবায়ে জয়ী তৃণমূল
দু’টি সমবায় সমিতির নির্বাচনে সব ক’টি আসনেই জিতল তৃণমূল। সোমবার মোহনপুর ব্লকের তনুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ছ’টি আসনে জয়ী হয় তৃণমূল। সিপিএমকে হারিয়ে সাউটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিরও ছ’টি আসনে জয়ী হয় তৃণমূল। প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে এই সমিতিতে ক্ষমতায় ছিলেন সিপিআই অনুগামীরা। স্থানীয় বিধায়ক সিপিআইয়ের অরুণ মহাপাত্র এই গ্রামেরই বাসিন্দা ও এই সমিতির সদস্য। গত সপ্তাহে সাউটিয়া হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনেও সিপিআইকে হারিয়ে জয়ী হয় তৃণমূল। সেই সমিতির সম্পাদকও ছিলেন অরুণবাবু।

পিংলায় মদের ঠেক ভাঙলেন মহিলারাই
দল বেঁধে মদের ঠেক ভেঙে দিলেন এলাকার মহিলারাই। বুধবার ঘটনাটি ঘটে পিংলা থানার গোবর্ধনপুরের রাজমা গ্রামে। এখানে দীর্ঘদিন ধরেই অবৈধ মদের কারবার চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, পুলিশ-প্রশাসন সব জেনেও ঠেক উচ্ছেদে উপযুক্ত পদক্ষেপ করেনি। এর ফলে এলাকায় মদ্যপদের দৌরাত্ম্য চলত। স্থানীয় মানুষজন সমস্যায় পড়তেন। বিশেষ অসুবিধা হত এলাকার মহিলা বাসিন্দাদের। এ দিন তাঁরা নিজেরাই পথে নামেন। স্থানীয় শতাধিক মহিলা দল বেঁধে রাজমা গ্রামের ওই অবৈধ মদের ঠেক ভেঙে দেন। তাঁদের বক্তব্য, এ ভাবে না ভাঙলে কখনই এই মদের ঠেক উচ্ছেদ হত না। পুলিশ অবশ্য জানিয়েছে, অবৈধ মদের ঠেকের খোঁজে মাঝেমধ্যে তল্লাশি চালানো হয়। অভিযান হয়। অনেক সময় ঠেক ভেঙে দেওয়া হলেও পরে ফের সেই ঠেক চালু করা হয়। রাজমা গ্রামের ওই ঠেক আগেই ভেঙে দেওয়া হয়েছিল। পরে ফের চালু হয়েছে। পিংলা থানার ওসি হীরক বিশ্বাস বলেন, “অভিযোগ এলে পদক্ষেপ করা হয়।”

টেলি-গ্রাহক সভা
বুধবার খড়্গপুর শহরের ইন্দায় বিএসএনএল সভাগৃহে হল টেলি-গ্রাহক সভা। বিএসএনএলের খড়্গপুর ডিস্ট্রিক্ট টেলিকম বিভাগ আয়োজিত এই সভায় ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার প্রবীরকুমার বসু-সহ দফতরের অন্য আধিকারিক, কর্মী ও গ্রাহকেরা। গ্রাহক পরিষেবা নিয়ে আলোচনা হয় সভায়। প্রবীরবাবু জানান, এরপরে হলদিয়ায়তেও সভা করা হবে। গ্রাহকদের পরিষেবা নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ।

তেলুগু দিবস
শহরের সুভাষপল্লিতে আয়োজিত হল তেলুগু ভাষা দিবস। সুভাষ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন আর সুব্বারাও, এম কালীদাস, ভি বালামুরলি প্রমুখ ব্যক্তিত্ব। হাজির ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি সন্নিবাবু-র পরিচালনায় সভায় তেলুগু ভাষার গুরুত্ব, ভাষা প্রচার-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.