আলমারি থেকে টাকা চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভদ্রেশ্বরের বিদ্যাসাগর সরণির বাসিন্দা সুরজিৎ মোদক তার অসুস্থ বৃদ্ধ বাবাকে দেখভালের জন্য মহিলা সেবিকা রেখেছিলেন। দু’জন সেবিকা তাঁকে দেখাশুনার কাজ করতেন। একজন সারাদিন থাকতেন এবং অন্যজন রাতে থাকতেন। গত রবিবার রাতে ছিলেন মমতা তিওয়ারি নামে এক মহিলা। তার বাড়ি ভদ্রেশ্বরের বাবুবাজার রবীন্দ্রনগর এলাকায়। সোমবার সকালে বাড়ি ছেড়ে চলে যান ওই মহিলা। এরপর সুরজিৎবাবু আলমারিতে রাখা টাকা নিতে গিয়ে দেখেন সেখানে টাকা নেই। তাঁর সন্দেহ, রাতে যিনি ছিলেন তিনিই কোনওভাবে টাকা সরিয়েছেন। এ ব্যাপারে তিনি ভদ্রেশ্বর থানায় মঙ্গলবার মমতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মমতাকে গ্রেফতার করে। তার কাছ থেকে খোয়া যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার হয়। বুধবার তাকে চন্দননগর আদালতে পাঠানো হয়।
|
পুড়শুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পুড়শুড়ার দেউলপাড়ায়। মৃতের নাম দীপক সামন্ত (৪৫)। বাড়ি হাওড়ার রামপুরে। পুলিশ জানায়, রানপুর থেকে পুড়শুড়া হয়ে তারকেশ্বর যাচ্ছিলেন দীপকবাবু। দেউলপাড়ার কানারিয়া সেতুতে ওঠার বাঁকের মুখে ট্রাক্টরটির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় দীপকবাবুর।
|
আরামবাগে সুপার লিগ ফুটবল শুরু |
শুরু হয়ে গেল আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবল। মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় বুধবার গোঘাটের শ্রীপুর মাঠে প্রথম খেলায় বেলেপাড়া অনিল স্মৃতি সঙ্ঘ ২-১ গোলে গোঘাটের কালীমাতা ফুটবল সঙ্ঘকে হারিয়ে দেয়। জয়ী দলের হয়ে গোল দু’টি করেন তপন বাস্কে এবং বরুণ মালিক। গোঘাটের ক্লাবটির গোলদাতা জয়ন্ত সাঁতরা। |