|
|
|
|
সংগঠন চাঙ্গা করতে মুন্ডাকে রাজ্যে ঘোরাবে বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাজ্য বিধানসভার আগামী নির্বাচনে ‘একলা চলার’ প্রস্তুতি হিসেবে, বিজেপি নেতৃত্ব মাঠে নামাচ্ছেন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকে। দলের এই আদিবাসী নেতাকে জেলায় জেলায় ঘোরানোর পরিকল্পনা নিয়েছে দল। লক্ষ্য, দলের উপজাতি ভোটব্যাঙ্ককে শক্তিশালী করা। একই সঙ্গে, দীর্ঘ দিন বন্ধ থাকা দলীয় অফিসে, বিজেপি মন্ত্রীদের ‘জনতা দরবার’ নতুন করে চালু হচ্ছে। আজই বিজেপির সদর দফতরে নতুন করে জনতা দরবারের আনুষ্ঠানিক সূচনা করেছেন শিক্ষামন্ত্রী বৈদ্যনাথ রাম। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনেছেন তিনি। প্রতিকারের আশ্বাসও দিয়েছেন। দলীয় সূত্রের খবর, প্রতি মাসে অন্তত তিন জন করে মন্ত্রী এ বার জনতা দরবারে হাজির থাকবে।
রাজ্যের জোট-রাজনীতির নয়া সমীকরণ যে তাদের পক্ষে খুব একটা অনুকূল নয়, একান্ত আলাপে তা স্বীকার করছেন রাজ্য বিজেপি-র একাধিক শীর্ষ নেতা। সম্প্রতি, মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত দলের কোর কমিটির সর্বশেষ বৈঠকেও রাজ্যের জোট রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি এই রকম চলতে থাকলে আগামী নির্বাচনগুলিতে একলা চলার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অধিকাংশ নেতাই একমত হন। রাজ্যের ২৪ টি জেলায় দলের সংগঠনকে মজবুত করার নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এবং সেই কাজে মুখ্যমন্ত্রীকেই নেতৃত্ব দিতে হবে। কারণ এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের কাছে অর্জুন মুন্ডার বিশ্বাসযোগ্যতাই সব থেকে বেশি।
আজ বিজেপির রাজ্য সভাপতি দীনেশানন্দ গোস্বামী বলেন, ‘‘দলের জনভিত্তি আরও দৃঢ় করতে মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা জেলা সফর শুরু করছেন। প্রতিটি জেলায় এক দিন করে কাটাবেন মুখ্যমন্ত্রী। জনসভা করবেন, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। আগামী অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর।” দলীয় সূত্রের খবর, দলের বর্তমান সভাপতি কার্যভার গ্রহণ করার পর, বছর দু’য়েক আগে চালু করেছিলেন মন্ত্রীদের ‘জনতা দরবার’। বেশ ক’ মাস চলার পর তা বন্ধ হয়ে যায়। কমতে থাকে মন্ত্রীদের পার্টি অফিসে যাতায়াতও। |
|
|
|
|
|