|
|
|
|
মাজুলি |
ডাইনি অপবাদে বেপাত্তা গোটা পরিবার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে একটি গোটা পরিবার। এবং তার সঙ্গে সঙ্গেই গা ঢাকা দিয়েছে গোটা গ্রামের পুরুষ বাসিন্দারা! প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, ডাইনি অপবাদ দিয়ে ওই পরিবারটিকে হত্যা নয়তো গুম করে রেখে গ্রেফতারের ভয়েই গ্রামের পুরুষ মানুষরা গা ঢাকা দিয়েছে। যোরহাট জেলার মাজুলি-লখিমপুরের সীমাবর্তী লোহিত-চাপোড়ি গ্রামের ওই পরিবারটির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ডাইনি বিদ্যা, কালো যাদু, তন্ত্রমন্ত্রের অন্ধবিশ্বাস কাটাতে মাজুলির এই অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছে পুলিশ। কিন্তু এই ঘটনা দেখিয়ে দিল পরিস্থিতিতে বড় রদবদল ঘটেনি।
আজ সকালে মাজুলির গড়মুর থানায় খবর আসে, লোহিত-চাপোড়ি গ্রামে একটি পরিবারকে নিকেশ করে ফেলেছে গ্রামের অন্য বাসিন্দারা। পুলিশ গ্রামে গিয়ে দেখে রাজকুমার দোলে, তাঁর স্ত্রী বর্ণালী ও ১৪ বছরের ছেলে মণি নিখোঁজ। তাদের বাড়ির দরজা খোলা। কিন্তু ঘরের ভিতরে কোথাও রক্ত নেই। তিনজনের সন্ধানে গ্রামে অনুসন্ধান চালাতে গিয়ে অবাক পুলিশকর্মীরা! দেখা যায়, গোটা গ্রামের মোট ৮৮ টি বাড়ির সব পুরুষই উধাও। মহিলাদেরও অনেকেই নেই। যাঁরা রয়েছেন তাঁদের মুখে একটিই বুলি, “ওই পরিবারটি ডাইনি বিদ্যা চর্চা করে। ওদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ওরা কোথায় জানি না।” পুলিশের সন্দেহ, গ্রেফতার হওয়ার ভয়েই গ্রাম খালি করে পুরুষরা পালিয়ে গিয়েছে।
থানার তরফে জানানো হয়, বছর দুয়েক আগে একটি মেয়েকে গ্রামবাসীরা ডাইনি অপবাদে মারার চেষ্টা করে। তারপর থেকেই ওই গ্রাম ও তার আশাপাশের গ্রামে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে নানা ধরণের প্রচার চালানো হয়। তারপরেও এই ধরণের ঘটনা থামেনি। গত বছর গেজিং-চাপোড়িতে একই ভাবে নিখোঁজ হন এক ব্যক্তি। তাঁর দেহও মেলেনি। জেংগারি এলাকাতেও ডাইনি অপবাদে এক ব্যক্তিকে মেরে ব্রহ্মপুত্রে ফেলে দেওয়া হয়। প্রত্যন্ত ও উপজাতি অধ্যূষিত এলাকায় ডাইনি অপবাদে হত্যা করে ব্রহ্মপুত্রে ফেলে দেওয়ার ঘটনা প্রায়শ ঘটলেও, অধিকাংশ ক্ষেত্রে দেহ উদ্ধার করা সম্ভব হয় না। পুলিশে অভিযোগও জমা পড়ে না। তবে এ ক্ষেত্রে দোলে পরিবারকে হত্যা করা হয়েছে, না কী কোথাও অপহরণ করে আটকে রাখা হয়েছে, পুলিশ সে ব্যাপারে নিশ্চিত নয়। |
|
|
|
|
|