পাখার যন্ত্রাংশ চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে প্রায় ১ ঘণ্টা টেলিফোনের খুঁটিতে বেঁধে রাখলেন এক ব্যবসায়ী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট ব্যাঙ্করোডে তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। আশিসবাবু অবশ্য বলেন, “আমি সিউড়িতে আছি। ঘটনার কথা বিন্দুমাত্র জানা নেই। কেউ ফোনে আমাকে জানাননি। তবে এ ধরনের ঘটনা অনভিপ্রেত।”
৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বৈদ্যুতিক সরঞ্জামের দোকানের মালিক তপনকুমার রায়ের দাবি, “তিন মাসে দোকান থেকে ৪টি পাখার যন্ত্রাংশ চুরি হয়েছে। প্রায় দিনই ওই ব্যক্তিকে বেলা ১১টার পর থেকে দোকানের আশপাশ এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। জিজ্ঞাসা করলে ঠিক মতো উত্তর দিতেন না। এ দিনইও তাঁকে দোকানের সামনে দেখা যায়। সুযোগ বুঝে পাথার যন্ত্রাংশ নিয়ে পালাচ্ছিলেন। দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলি।” |
তিনি বলেন, “নাম, ঠিকানা জিজ্ঞাসা করে সঠিক উত্তর পাওয়া যায়নি। এলাকায় ভিড় হচ্ছে দেখে পুলিশে খবর দিই। কিন্তু পুলিশ আসতে দেরি করায় দোকানের অন্যদিকে বেঁধে রাখি।” ৪৫ মিনিট পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। তবে তাঁকে কেউ মারধর করেননি বলে দাবি তপনবাবুর। রামপুরহাট থানার আইসি জয়ন্তকুমার ঘোষ বলেন, “আমি বাইরে আছি। কী হয়েছে খোঁজ নিয়ে দেখব।” তবে অভিযুক্ত হাসেম চৌধুরী পুলিশকে জানিয়েছেন তাঁর বাড়ি বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায়। তিনি দাবি করেছেন, “আমি কোনও চুরি করিনি। মারধর করা হয়েছে।” পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। |