টুকরো খবর
রক্ষীকে ভয় দেখিয়ে ছিনতাই
দুই নিরাপত্তারক্ষীকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে বসিয়ে রেখে কেব্ল-সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শ্রীপুর এরিয়ার পড়াশিয়া ৬-৭ ইনক্লাইনে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ নিরাপত্তারক্ষী রামসেবক প্রসাদকে এক দল দুষ্কৃতী ঘেরাও করে। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে কার্যালয়ের একটি ঘরে ঢুকিয়ে দেয়। বাধা দিতে গেলে আর এক নিরাপত্তারক্ষী এতোয়ার সোরেনকেও একই ভাবে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অন্ডালের বনবহাল ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তদন্তের কাজ শুরু হয়েছে।

খুনের অভিযোগে ধৃত আসানসোলে
এক ব্যক্তিকে অপহরণ করে খুন করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল হিরাপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে রাধানগর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অমিত ঠাকুর, কৃষ্ণকান্ত সিংহ ও রণজিৎ সিংহ। পুলিশ জানায়, ২০১০ সালে হিরাপুর থানার রাধানগর রোডের গৌরাঙ্গ সেন সরণীর বাসিন্দা জয় বন্দ্যোপাধ্যায় অপহৃত হন। পরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের বাবা গৌরপদ বন্দ্যোপাধ্যায় হিরাপুর থানায় অভিযুক্তদের নামে ছেলেকে অপহরণ করে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।

জলে ডুবে মৃত্যু ছাত্রের
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার চাঁদা পূর্ব বাউরি পাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম শুভদীপ বাউরি (১৩)। সে বোগড়া বিবেকানন্দ হাইস্কুলে পড়ত। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মত এ দিন সকালে শুভদীপ পুকুরে স্নান করতে যায়। হঠাৎ সে জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আধ ঘণ্টার মধ্যে পুলিশের সাহায্যে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

সিটু কার্যালয় নিয়ে বিবাদ
সিটু অনুমোদিত পরিবহণ কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে থেকে পতাকা নামিয়ে আইএনটিটিইউসি-র পতাকা লাগানোর অভিযোগ উঠল রানিগঞ্জে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। সিটু নেতা তথা সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্তের অভিযোগ, “পুলিশের সামনেই তৃণমূলের লোকেরা পতাকা নামিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে।” রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলির দাবি, “কার্যালয়টি শ্রমিকদের জন্য। এখন ৯৫ শতাংশ শ্রমিক আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত। বিধি মেনে সিটু-র কার্যালয়টি ছেড়ে দেওয়া উচিত।” পুলিশ জানায়, তদন্ত চলছে।

অস্ত্র দেখিয়ে লুঠ
আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি দোকান থেকে টাকার বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কোক ওভেন থানার গোপীনাথপুরে ঘটনাটি ঘটে। দোকানের মালিক কমল মুখোপাধ্যায় রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শ্রমিক বিক্ষোভ
সময় পেরিয়ে যাওয়ার পরেও বেতন না পাওয়ার অভিযোগে পিওর সিহারশোল কোলিয়ারিতে দু’ণ্টা ধরে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। তাঁদের বক্তব্য, মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে বেতন পাওয়ার কথা। এখনও পর্যন্ত তা পাননি। কর্তৃপক্ষ জানান, দ্রুত সমস্যার সমাধান হবে।

তালা ভেঙে চুরি
তালা ভেঙে চুরির অভিযোগে মহম্মদ নটবর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ জানায়, ১৭ অগস্ট ধাদকা রেলপাড় এলাকায় এক আরপিএফ কর্মীর বাড়িতে তালা ভেঙে ঢুকে দুষ্কৃতীরা লুঠপাট চালায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজন দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভও দেখান। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।

জয়ী তৃণমূল
ইসিএলের পানিহাটি ওয়ার্কশপ এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করলেন তৃণমূল-সমর্থিত প্রার্থীরা। তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির শাখা সম্পাদক তথা সর্বোচ্চ ভোটে জয়ী প্রভাত বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, ৩০ বছর সিপিএম কার্যত এই পরিচালন সমিতি দখল করেছিল। এই নির্বাচনে ২৬২ জন ভোটারের মধ্যে ২৫৮ জন ভোট দিয়েছেন।

অস্ত্র দেখিয়ে লুঠ
আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি দোকান থেকে টাকার বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কোক ওভেন থানার গোপীনাথপুরে ঘটনাটি ঘটে। দোকানের মালিক কমল মুখোপাধ্যায় রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। তিনি জানান, তদন্ত শুরু হয়েছে।

কোথায় কী

বর্ধমান

স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্কুল প্রাঙ্গন। দুপুর ১২টা। উদ্যোগ: সেহারাবাজার সিকে ইন্সিটিটিউশন।

আসানসোল

মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
রাজীব গাঁধী ও দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। আপার চেলিডাঙ্গা রাজীব গাঁধী মাঠ। বিকাল ৪টা।
উদ্যোগ: তৃণমূল স্পোর্টস সেল ও আসানসোল মমতা ব্রিগেড।

বারাবনি

ফুটবল প্রতিযোগিতা। গৌরান্ডি মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.