রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবারের প্রথম সেমিফাইনালে জয়ী হল সিআরএসসিআরসি। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা বড়থল কৃষক আদিবাসী সমিতিকে ১-০ গোলে হারায়। একমাত্র গোলটি করেন ম্যাচের সেরা গাবলী শম্ভু রায়।
|
বর্ধমান জেলা পুলিশের পাড়া ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল বর্ধমান (দক্ষিণ) মহকুমা একাদশ। বুধবার মঙ্গলকোটের গণপুর উচ্চবিদ্যালয়ের মাঠে তারা ১ গোলে জেলা পুলিশের ডিএসপিকে (অপরাধ দমন শাখা) হারিয়ে দেয়। খেলার একমাত্র গোলটি করেন বাপন হেমব্রম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তরুণ হালদার প্রমুখ।
|
সিএমসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল মহিশীলা কলোনি গভর্মেন্ট হাইস্কুল। তারা আসানসোল মিউনিসিপ্যাল পার্ক মাঠের খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে শ্রীপুর এইচএসকে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল।
|
অআকখ কালচারাল ক্লাব আয়োজিত অমূল্যরতন বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন বোস ও পাপ্পু রানা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। তারা অআকখ মাঠে টাইব্রেকারে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবকে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। খেলাটি পরিচালনা করেন পিকে বন্দ্যোপাধ্যায় ও ওমপ্রকাশ সিংহ।
|
চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের বুধবারের প্রথম খেলায় জিতল অরবিন্দ এসসি। ফতেপুর মাঠের খেলায় ক্রিসেন্ট ক্লাবকে ৮ গোলে হারায় তারা। প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় এইচসিএল মাঠে খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়। সিধু কানু এবং দেশবন্ধু ক্লাব একটি করে গোল করে।
|
দক্ষিণখণ্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হল পড়াশিয়া একাদশ। তারা দক্ষিণখণ্ড মাঠের খেলায় ৩ গোলে গলসী উদয়ন সঙ্ঘকে হারিয়ে ফাইনালে ওঠে।
|
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়ী হল বাঘামারা বুলেট ক্লাব। ক্লাবের মাঠে তারা নিয়ামতপুর ইউসিকে ২-০ গোলে হারায়।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল বড়ডাঙা আদিবাসী মিলন সঙ্ঘ। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা আদিবাসী কৃষক সঙ্ঘকে ২-১ গোলে হারায়। |