বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা নির্মাণ ভাঙার কাজ শুরু করল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। বুধবার সারাদিন ধরে বিধাননগরের হাডকো মোড়, বি-ওয়ান মোড়, পাম্প হাউস, ফুলঝোড় এলাকায় অভিযান চালানো হয়। বাদ যায়নি সরকারি জমি দখল করে নির্মিত তৃণমূলের দলীয় কার্যালয়ও। এডিডিএ সূত্রে জানা গিয়েছে, নতুন বোর্ড ক্ষমতায় আসার পরেই নোটিশ দিয়ে এবং মাইকে ঘোষণা করে জানানো হয়, শহরের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে দেবে এডিডিএ। দ্রুত সে সব কাঠামো সরিয়ে নেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতি না বদলানোয় ফের নোটিশ দেওয়া হয়। |
যদিও নির্মাণকারীদের দাবি, আগাম নোটিশ ছাড়াই এ দিন নির্মাণ ভাঙতে এসেছে এডিডিএ। অভিযানের শুরুতে সম্মুখীন হন এডিডিএ’র কর্মী-আধিকারিকদের বাধা দেওয়া হয়। অর্পণ চট্টোপাধ্যায় নামে এডিডিএ’র এক আধিকারিককে টানা হ্যাঁচড়া করা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে যান এডিসিপি (পূর্ব) সুনীল যাদব।
এডিডিএ সূত্রে খবর, শহরের বাসিন্দারা দ্রুত এই অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলার জন্য এডিডিএ-র উপর চাপ বাড়াচ্ছিলেন। তাছাড়া রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যে ভাবে সরকারি জমি দখল করে একের পর এক শহর জুড়ে তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠতে শুরু করেছে, তাতে শহরের নাগরিকেরা বিরক্ত বলেও এডিডিএ সূত্রে খবর। এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, শহর জুড়েই বেআইনি নির্মাণ ভাঙার অভিযান চলবে। বাধা দিলে পুলিশে অভিযোগ দায়ের করা হবে। |