ছাত্রীকে খুনে অভিযুক্ত ধৃত
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মালদহের মানিকচকের মথুরাপুরে দশম শ্রেণির ছাত্রীকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার কালিয়াচক এলাকা থেকে তাকে ধরা হয়। পাগলাবাজারে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিল বিএ প্রথম বর্ষের ওই ছাত্র। পুলিশের দাবি, জেরার মুখে সে জানায় প্রেমে প্রত্যাখাত হয়ে বদলা নিতে দুই সঙ্গীকে নিয়ে সে ছাত্রীকে খুন করে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ছাত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবককে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সকালে মথুরাপুর কৃষি গবেষণা কেন্দ্রের ফার্ম চত্বর থেকে মথুরাপুর তিলকসুন্দরী গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। শুক্রবার বিকেলের পরে বোচাহি গ্রামের বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে সে ফিরে আসেনি। প্রাথমিকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মনে করা হলেও ছাত্রীর বাবা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তা উল্লেখ করেননি। |
তলিয়ে মৃত ৩ ভাইবোন
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
নদীতে স্নান করতে নেমে জলে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে দিনহাটা থানার শুকারুরকুঠীতে। পুলিশ জানায়, মৃতদের নাম রাজা হক (৫), তুহিনা খাতুন (৬) এবং মাম্পি খাতুন(৭)। এদিন দুপুরে বাড়ির কাছেই নীলকমল নদীতে স্নান করতে যায় খুড়তুতো-পিসতুতো ভাইবোন চার শিশু। সকলে একসঙ্গে নদীতে নামে। কিছুক্ষণের মধ্যে একই সঙ্গে তিনজন তলিয়ে যায়। আরেক বোন ৮ বছরের মুন্নি খাতুন হাবুডাবু খেতে থাকে। ওই অবস্থা দেখে এলাকার কয়েকজন বাসিন্দা ছুটে গিয়ে মুন্নিকে উদ্ধার করে। তার কাছ থেকেই বাসিন্দারা পরে অন্য তিনজনের তলিয়ে যাওয়ার ঘটনা জানতে পারেন। স্থানীয় জেলেরা জাল ছড়িয়ে তিনটি দেহ উদ্ধার করেন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুকারুরকুঠী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু সরকার বলেন, “দুঃখজনক ঘটন। মৃত তিন শিশুই আত্মীয়। রাজা ও মাম্পি সম্পর্কে খুড়তুতো ভাইবোন। তুহিনা তাদের পিসতুতো বোন।” কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। স্নান করতে নেমে জলে ডুবেই ওই তিনজন মারা গিয়েছে বলে প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে।” |
সমবায়ে জোট
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বিজেপির সঙ্গে জোট করে সমবায় সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। সোমবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর অঞ্চলের জোরদিঘি এবং বদলপুর সমবায় সমিতিতে ঘটনাটি ঘটেছে। সিপিএম প্রার্থীদের হারাতে ভোটে বিজেপির সঙ্গে হাত মেলানোর ঘটনার খবরে এলাকার চাঞ্চল্য দেখা দিয়েছে। তৃণমূলের জেলা পরিষদ সদস্য অখিল বর্মন এই প্রসঙ্গে বলেন, “নিচুতলার কর্মীরা বিজেপির সঙ্গে জোট করে সমবায় ভোটে জিতেছে বলে খবর পেয়েছি। বিষয়টি বিস্তারিত খোঁজ নিচ্ছি।” |
কাল মমতা দুই দিনাজপুরে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
কাল, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইটাহার হাইস্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে প্রায় ইটাহার ব্লকের ১৫ বিঘা খাস জমির পাট্টা তুলে দেবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সরকারি ওই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই জমির পাট্টা বিলি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ইটাহার ব্লকের সুলিয়াপাড়ার ২২টি আদিবাসী পরিবার তাঁদের এলাকায় চিহ্নিত করা খাস জমি নিজেদের অধিকারে রয়েছে বলে দাবিতে আন্দোলনে নেমেছেন। |
কালজানি নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল শোভাগঞ্জ এলাকায়। সোমবার বন্ধুদের সঙ্গে ১০০ টাকা বাজি রেখে সাঁতরে নদী পার করতে গিয়ে তলিয়ে যায় চাপরেরপাড়-২ এলাকার বাসিন্দা আলিপুরদুবার হাই স্কুলের ছাত্র কল্যাণ রায় (১৭)। |