আন্দোলনে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
শহরের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ চেয়ে ফের আন্দোলনে নামল কংগ্রেস। জলপাইগুড়ি পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করা-সহ ১১ দফা দাবিতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ অবস্থান করেছে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস। ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্রশাসনের তরফে সাড়া না মিললে জেলা শাসকের দফতর অবরোধের হুমকি দিয়েছে কংগ্রেস। এদিন সকালে শহর জুড়ে মিছিল করে জেলাশাসকের দফতরে আড়াই ঘণ্টা ধরে বিক্ষোভ অবস্থান করেছে কংগ্রেস। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ভক্তিনগর থানাকে অর্ন্তভুক্তির বিরোধিতাও করেছে কংগ্রেস। শহর ব্লক কংগ্রেস সভাপতি ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “কমিশনারেটে ভক্তিনগর থানাকে অর্ন্তভুক্ত করাই হোক বা অন্য নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে জলপাইগুড়ির জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করা হচ্ছে না।” |
মঙ্গলবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সদস্য সুবিন চম্পামারি। যদিও কংগ্রেসের দাবি, সুবিনকে বহিষ্কার করা হয়েছে। |
জলপাইগুড়ি টাউন স্টেশন চত্বরে অসামাজিক কার্যকলাপ রুখতে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল যুব কংগ্রেস। |