ময়নাগুড়িতে পরিষেবা বাড়াতে পুরসভার দাবি তৃণমূলের
রিষেবার মান বাড়াতে পুরসভায় দাবি আদায়ে উদ্যোগী হল ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্ব ওই বিষয়ে পুরমন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করেছেন। মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে দেড় বছর আগে ব্লক প্রশাসনের তৈরি পুরসভার প্রস্তাব। এর আগে ওই প্রস্তাব জেলা প্রশাসনের মাধ্যমে পুরমন্ত্রীর দফতরে পাঠানো হয়। ময়নাগুড়ি ব্লক তৃণমূল সভাপতি সুভাষ বসু বলেন, “এতদিন পুরসভা নিয়ে শুধু আলোচনা হয়েছে। প্রস্তাব তৈরির বাইরে কাজ কিছু হয়নি। কৌশলে বামফ্রন্ট চেষ্টা করেছে ওই দাবি যেন বাস্তবায়িত না-হয়। আমরা সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য নিয়ে পুরমন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করেছি।” আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে ময়নাগুড়ি পুরসভার মর্যাদা পাবে কিনা সেই বিষয়ে অবশ্য তৃণমূল নেতৃত্ব স্পষ্ট কিছু জানাতে পারেননি। যদিও তাঁরা মনে করেন ওই জনপদ কয়েক দশকে শহরের রূপ নিয়েছে। কংক্রিটের জঙ্গলে ভরে গিয়েছে বিরাট এলাকা। বহুতল বাড়ির সঙ্গে বেড়েছে নিকাশি ও জঞ্জাল সাইয়ের সমস্যা। গ্রাম পঞ্চায়েতের পক্ষে সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। অন্যদিকে পঞ্চায়েতের কোনও প্রকল্পের কাজ করা যাচ্ছে না। ফলে উন্নয়নের প্রশ্নে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে জোর করে পঞ্চায়েত ব্যবস্থা টিকিয়ে রেখে পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। ব্লক তৃণমূল নেতৃত্ব বাসিন্দাদের বক্তব্য তুলে ধরে পুরমন্ত্রীকে জানান, তাঁরাও মনে করছেন পঞ্চায়েতের পরিকাঠামোতে ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকার উন্নয়ন সম্ভব নয়। যতটা দ্রুত সম্ভব ওই এলাকাকে পুরসভার মর্যাদা দেওয়া জরুরি। দলের ব্লক সম্পাদক গোবিন্দ পাল বলেন, “ওই জনপদ কলেবরে এতটাই পাল্টেছে যে পঞ্চায়েতের পরিকাঠামোতে বাসিন্দাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এই মূহুর্তে প্রয়োজন নিকাশি ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান, ডাম্পিং গ্রাউণ্ড, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, পাকা সড়ক, পথবাতি, বাড়িতে পরিস্রুত জল সরবরাহের ব্যবস্থা। এটা একমাত্র পুরসভাতে সম্ভব।” ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ও খাগরাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ময়নাগুড়ি শহর গড়ে উঠেছে। এখানে ৫০ হাজারের বেশি মানুষের বসবাস। তাঁদের ৮০ শতাংশ অকৃষিজীবী। ব্লক তৃণমূলের তরফে পুরমন্ত্রীর কাছে ওই জনবহুল এলাকাকে নিয়ে পুরসভা গঠনের জন্য অনুরোধ করা হয়েছে। ব্লক প্রশাসনের এক কর্তা জানান, ২০১১ সালের জানুয়ারি মাসে ওই এলাকায় পুরসভা গঠনের জন্য একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। প্রস্তাবে ময়নাগুড়ি ও খাগরাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ৭টি মৌজার বসতি এলাকা ও জনঘনত্ব দেখে ১ হাজার ৪৯২.৭৫ একর জমিতে পুরসভা গঠনের প্রস্তাব ছিল। প্রস্তাবিত পুর এলাকায় ময়নাগুড়ি মৌজার ২৯১.৬২ একর, দক্ষিণ মৌয়ামারি মৌজার ৩৩৫.২২ একর, বেংকান্দি মৌজার ৪৯৯ একর, উত্তর মাধাবডাঙা মৌজার ৭৬.৭৪ একর, উত্তর মৌয়ামারি মৌজার ৪০.৭৭ একর, মধ্য খাগরাবাড়ি মৌজার ৪২.৪৭ একর এবং দক্ষিণ খাগরাবাড়ি মৌজার ২০৯.৯৩ একর জমি রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.