টুকরো খবর
তরুণীকে অপহরণের অভিযোগ
বাড়িতে ঢুকে মারধর করে তরুণীকে অপহরণের অভিযোগ উঠল জগদ্দলের কাউগাছি বিবেক নগরে। পুলিশ জানিয়েছে, প্রিয়াঙ্কা চক্রবর্তী নামে ওই তরুণী’র মা শিপ্রাদেবী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, অশোকনগরের বাসিন্দা সুপ্রতিম ওরফে সুশান্ত আচার্য নামে এক যুবক দলবল নিয়ে সোমবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। মারধরের পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় সুশান্ত’র মা’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ জানিয়েছে, বছর দেড়েক আগে এক আত্মীয়ের বিয়েতে আলাপ হয় সুশান্ত ও প্রিয়াঙ্কার। মাস কয়েক আগে সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা ওই ছাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। এরপর প্রিয়াঙ্কাকে বিয়ে করেছে বলে জানায়। মাস তিনেক আগে প্রিয়াঙ্কা তাঁর বাপের বাড়ি ফিরে আসেন। এরপর ফের তাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য ফোনে হুমকি দেওয়া হত বলে অভিযোগ শিপ্রাদেবীর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “মেয়েটির খোঁজ চলছে। বাড়িতে ঢুকে ভয় দেখানো, হামলা ও অপহরণের মামলা হয়েছে।”

ছাত্রীকে কটূক্তির প্রতিবাদ, প্রহৃত
কটূক্তির প্রতিবাদ করায় একাদশ শ্রেণির ছাত্রীর মামিকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার বিকেলে গাইঘাটা থানার চিকনপাড়ার ঘটনা। ছাত্রীর পরিবারের লোক ওই যুবকের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের সম্পর্ক ছিল। মেয়েটির বাড়ির তরফে ওই যুবকের পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। ছেলের পরিবার তাতে রাজি হয়নি। ওই কিশোরীর কথায়, “গত কয়েক বছর ধরে ছেলেটি আমায় বিরক্ত করছে। এ দিন কটূক্তি করায় আমার মামি তার প্রতিবাদ করেন। এরপরেই ছেলেটি আমার মামিকে মারধর করে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক।

চোর সন্দেহে গণপ্রহারে মৃত্যু
চোর সন্দেহে এক জনকে পিটিয়ে মারল জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মগরাহাটের ঝিঙ্কিরহাট গ্রামে। মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুদিনা পুরকাইত এর বাড়িতে রাতে একজন হানা দেয়। তাঁর দেওর বরুণ পুরকাইত বাথরুমে যেতে গিয়ে খাটের তলায় অন্ধকারে একজনকে লুকিয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। শুরু হয় গণধোলাই। তাতেই মৃত্যু হয় তাঁর।

গরু পাচার বন্ধে বৈঠক স্বরূনগরে
গরু পাচার বন্ধ নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বিএসএফ অফিসারদের বৈঠক হয়েছে। স্বরূপনগরের আমুদিয়া ক্যাম্পে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ১৫২ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট হরবিত সিংহ-সহ অন্য অফিসারেরা। ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, এসডিপিও আনন্দ সরকার-সহ সিআই এবং সীমান্ত এলাকার থানার ওসিরা।

চার কিশোরী ধৃত
বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার অভিযোগে চার কিশোরী এবং এক বৃদ্ধাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বনগাঁর হরিদাসপুর উত্তরপাড়া থেকে তাদের ধরা হয়। ওই চার কিশোরীকে বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে ধরা হয় কল্পনা দলুই নামে ওই বৃদ্ধাকে।

বিধায়ককে হেনস্থা
আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকার রহমানকে হেনস্থার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত। পুলিশ জানিয়েছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিবার আমডাঙায় দু’টি ক্লাবের মধ্যে গণ্ডগোল বাধে। সে ব্যাপারে সালিশি সভা করে সোমবার রাতে মোটরবাইকে করে বাড়ি ফেরার সময় রফিকার ও তাঁর সঙ্গীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

দু’টি নতুন রুটে বাস
—নিজস্ব চিত্র।
জীবনতলা থেকে দু’টি রুটের বাসের উদ্বোধন হল মঙ্গলবার। এ দিন দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজারে বাস পরিষেবার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল। ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ৭টি বাস জীবনতলা থেকে ঘটকপুকুর হয়ে সল্টলেক পর্যন্ত চলবে। অন্যদিকে, জীবনতলা থেকে চন্দনেশ্বর হয়ে সোনারপুর বাস চলবে।

শিক্ষাকেন্দ্রে তালা
নিম্নমানের চাল-ডাল দিয়ে রান্না করা মিডডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। এই অভিযোগ তুলে মঙ্গলবার সকালে বাদুড়িয়ার কাটিয়াহাট দক্ষিণপাড়া শিশু শিক্ষাকেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। প্রধান শিক্ষিকা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।

বৃদ্ধার দেহ উদ্ধার
ঘোলায় নিজের ঘর থেকে মঙ্গলবার এক বৃদ্ধার রক্তাক্ত দেহ মিলল। মৃতার নাম লক্ষ্মীরানি মণ্ডল (৬০)। বৃদ্ধার স্বামী কৃষ্ণপদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মেলে একটি রক্তমাখা কোদাল। পুলিশের অনুমান, কোদালের বাঁট দিয়ে বৃদ্ধার মাথা থেঁতলে খুন করা হয়। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান দিলীপ মুখোপাধ্যায় বলেন, “মহিলার স্বামী হাসপাতালে ভর্তি। এখন নজরবন্দি।” সোমবার মুচিপাড়ায় ভারত বারিক (২৫) নামে এক মিস্ত্রির ঝুলন্ত দেহ মেলে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

অপহরণের ‘চেষ্টা’
এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে সোমবার গ্রেফতার হলেন এক পুনর্বাসন কেন্দ্রের দুই কর্মী। মঙ্গলবার ধৃত অভিজিৎ রায় ও অমিত রাহাকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, পিনাকী চৌধুরী নামে এক মাদকাসক্ত যুবক সোনারপুরের এক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে যাওয়ায় তাঁকে ছেড়েও দেওয়া হয়। ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, চিকিৎসা বাবদ পিনাকীর থেকে ২৫ হাজার টাকা পাওনা ছিল। টাকা দিতে না চাওয়ায় অপহরণের পরিকল্পনা হয়।

কলেজে চাঞ্চল্য
একটি মোটরবাইকে আগুন ধরায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল বারাসত সরকারি মহাবিদ্যালয়ে। পুলিশ জানায়, বাইকটি কলেজের ভিতরে ছিল। টিএমসিপি-র অভিযোগ, তাদের এক সমর্থকের ওই বাইকটি পুড়িয়েছে এসএফআই সমর্থকেরা। অভিযোগ অস্বীকার করেছে এসএফআই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.