টুকরো খবর
কেশপুরে তল্লাশি, উদ্ধার ৫টি বন্দুক
কেশপুর ও আনন্দপুর থানা এলাকার দু’টি গ্রাম থেকে ৫টি বন্দুক উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশের কাছ থেকে খবর আসে যে কেশপুর থানা এলাকার খেজুরবনি গ্রামে মাঠের ধারে তিনটি বন্দুক পড়ে রয়েছে। তার মধ্যে ২টি লং রেঞ্জ ও একটি ছোট বন্দুক। সবগুলিই দেশি। পুলিশ গিয়ে তিনটি বন্দুকই উদ্ধার করে। অন্য দিকে, আনন্দপুর থানার ঝাঁটিয়াড়া গ্রামের পাশে একটি ঝোপে ২টি বন্দুক রয়েছে বলেও পুলিশের কাছে খবর যায়। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “৫টি বন্দুক উদ্ধার হয়েছে।” তবে নতুন করে আর কেউ গ্রেফতার হয়নি।
ক’দিন ধরেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তেজনা রয়েছে কেশপুরে। গুলি চালনা থেকে বোমাবাজি সবই হয়েছে। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি শেখ মহিউদ্দিনের বিরোধীদের অভিযোগ, এলাকায় এখনও সন্ত্রাস চালাচ্ছে মহিউদ্দিনের লোকজন। তৃণমূল কর্মীরাই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে পুলিশি হস্তক্ষেপ দাবি করে মঙ্গলবার জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন বিরুদ্ধ গোষ্ঠীর সমর্থকেরা। তাঁদের তরফে গোলাম মোর্তাজা বলেন, “ব্লক সভাপতি শেখ মহিউদ্দিন ও তাঁর ভাগ্নে যুব-সভাপতি আলহাজউদ্দিনের নেতৃত্বে কেশপুরে সন্ত্রাস চলছে। বহু তৃণমূল কর্মী-সমর্থক ঘরছাড়া। যাঁরা রয়েছেন তাঁরা আক্রান্ত হচ্ছেন।” মহিউদ্দিন যদিও বলেন, “কিছু মানুষ অশান্তি তৈরির চেষ্টা চালিয়েছিলেন। তাঁরা সফল হননি। এখন গ্রামে গ্রামে শান্তি ফিরেছে।” পুলিশেরও দাবি, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কেশপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

কোটি টাকার সোনা চুরি, ধৃত
রাজস্থান থেকে সোনা চুরি করে নিয়ে আসার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পঞ্চানন সামন্ত। বাড়ি দাসপুর থানার পাঁচগেছিয়া গ্রামে। মঙ্গলবার সকালে দাসপুর শহর থেকে রাজস্থান পুলিশ ও দাসপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে ঘাটাল আদালতের নির্দেশে ‘ট্রানজিট রিমান্ডে’ রাজস্থান পুলিশ নিয়ে যায় ধৃতকে। পুলিশ সূত্রের খবর, বছর দশেক ধরে রাজস্থানে যোধপুরের সর্দারপুরা থানা এলাকায় সোনার কাজ করতেন পঞ্চানন। তিনি বিভিন্ন দোকান থেকে সোনা নিয়ে নিজেই গয়না বানিয়ে সরবরাহ করতেন। দাসপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, “সম্প্রতি পঞ্চানন ওই এলাকার একাধিক দোকান মালিকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকার বেশি সোনা নিয়ে দাসপুরে চলে আসেন। গত ১৭ অগস্ট সর্দারপুরা থানায় (কেস নম্বর ১৮৭/১২) পঞ্চানন সামন্তের নামে মামলা রুজু হয়।” সেই অভিযোগের ভিত্তিতেই রাজস্থানের সর্দারপুরা থানার পুলিশের একটি দল সোমবার রাতে দাসপুর থানায় আসে পঞ্চাননের খোঁজে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

গ্যাসে মিড-ডে
কাঠের জ্বালানির বদলে গ্যাসের মাধ্যমে মিড-ডে মিলের রান্না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী সেপ্টেম্বর মাস থেকেই রামনগর ১ ব্লকের ১৬টি হাইস্কুলে তা কার্যকর করতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত-প্রশাসন। রান্নার সঙ্গে যুক্ত কর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রামনগর ১ ব্লক অফিসে এই নিয়ে বৈঠক হয়। ছিলেন বিডিও রানা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস প্রমুখ।

মৃতের পরিচয় মিলল
অবশেষে মারিশদা থানার দইসাইতে বাস দুঘর্টনায় নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় জানতে পারল পুলিশ। মারিশদা থানার ওসি চম্পক রায় চৌধুরী জানিয়েছেন, মৃতের নাম রামচন্দ্র বেসরা (৪৯)। বাড়ি সবং থানা এলাকায়। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের কৃষি আধিকারিক ছিলেন। অন্য দিকে সোমবার সরপাই হাইস্কুলে ওই বাস দুর্ঘটনায় নিহত শিক্ষক তপন বন্দ্যোপাধ্যায়ের স্মরণে শোকসভা হয়।

সমবায়ে জয়ী তৃণমূল
মঙ্গলবার ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তোটানালা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির সদস্য নির্বাচন হয়। গতবার ৯টি আসনই ছিল তৃণমূল প্রভাবিতদের দখলে। এ বারও ৯টি আসনেই জিতেছে তারা।

আলোচনাসভা
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে সোমবার রামনগরে এক আলোচনাসভা হল। ‘সাক্ষরতা আন্দোলনই শিক্ষা আন্দোলনের পরিপূরক’ শীর্ষক এই আলোচনাচক্রের প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব নীলকণ্ঠ দলুই, রোহিনী দাস মহাপাত্র, আশিস প্রামাণিক প্রমুখ। সভাপতিত্ব করেন সুবল সেনাপতি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.