|
|
|
|
রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সরকারিভাবে অর্থ বরাদ্দ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়ায় পথ অবরোধ করল কংগ্রেস। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এগরা-বাজকুল রোডের দক্ষিণ খাড় বাসস্ট্যান্ডে। নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ভার্গবেন্দ্রনাথ জানা, পটাশপুর-২ ব্লক সভাপতি সীতারাম পাহাড়ি প্রমুখ। ঘটনাস্থলে আসেন বিডিও ত্রিদিব সর, পূর্ত দফতরের (রাস্তা) পটাশপুরের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীনেশ বাউরি ও পটাশপুর থানার পুলিশ। তাঁরা বুধবার থেকে কাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এগরা থেকে খড়াইমোড় পর্যন্ত এগরা-বাজকুল রোডের আট কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে ছিল। স্থানীয় মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবহণ সংগঠনগুলি বারবার আন্দোলন করার পর মাস চারেক আগে রাস্তা সংস্কারের আশ্বাস দেয় প্রশাসন। কিন্তু কাজ হয়নি, বাড়তে থাকে দুর্ঘটনাও। |
|
বেহাল এগরা-পটাশপুর রাস্তা। প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র। |
খানাখন্দ ও বড় গর্ত ভরে থাকা রাস্তাটি বর্ষায় ভয়াবহ হয়ে ওঠে। ফের আন্দোলনের জেরে খড়াইমোড় থেকে পঁচেট মোড় পর্যন্ত চার কিলোমিটার রাস্তার গর্তগুলি পাথর দিয়ে ভরিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করে প্রশাসন। কিন্তু তার পর আবার কাজটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তার বাকি চার কিলোমিটার অংশের কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি। তার প্রতিবাদেই এ দিন পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
পূর্ত দফতরের (রাস্তা) কাঁথি হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র অরবিন্দ দেব বলেন, “ওই ৮ কিলোমিটার রাস্তার কাজের জন্য ৩ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। প্রথম চার কিলোমিটার অংশে প্রাথমিক কাজ করার পর ঠিকাদার টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন সরকারিভাবে এখনও বরাদ্দ টাকা পাওয়া যায়নি। ফলে ঠিকাদারকেও টাকা দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া ঈদের জন্য শ্রমিকরা চলে যাওয়ায় অন্য শ্রমিকও পাওয়া যায়নি। দফতরের অনুরোধের ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার বুধবার থেকে কাজ করতে সম্মত হয়েছেন।” |
|
|
|
|
|