|
|
|
|
টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন পূর্বে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ধূমধাম করে পালিত হল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কলেজে। মঙ্গলবার পতাকা উত্তোলন, শোভাযাত্রার পাশাপাশি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কলেজগুলিতে। জেলা সদরে তমলুক কলেজের প্রাঙ্গণে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন কলেজ ইউনিট সভাপতি সৌমেন চক্রবর্তী। শহিদবেদি ও মনীষীদের মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন তমলুকের উপ-পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়, তৃণমূল কংগ্রেস নেতা দিব্যেন্দু রায়, পৃথ্বীশ নন্দী প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বুধবার রক্তদান, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এ দিন পাঁশকুড়া বনমালী কলেজে পতাকা উত্তোলন করেন পুরসভার কাউন্সিলর নবকুমার ভট্টচার্য। শহিদবেদিতে মাল্যদান, আলোচনাসভা ও শোভাযাত্রার আয়োজন ছিল। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি দীপক দাস। |
|
—নিজস্ব চিত্র। |
মঙ্গলবার মহিষাদল রাজ কলেজে আলোচনাসভা ও রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। অনুষ্ঠানে ৩৫ জন মহিলা-সহ ১৫০ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র, সহ-সভাপতি তিলক চক্রবর্তী প্রমুখ। এ দিকে, অনুমতি চেয়েও মহিষাদল রাজ কলেজে প্রতিষ্ঠা দিবস পালনের অনুমোদন না পাওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল কংগ্রেসের ছাত্র পরিষদ। অধ্যক্ষ অসীম বেরার যুক্তি, “ছাত্রসংসদে যারা দায়িত্বে রয়েছে, তাদেরই একমাত্র আমি অনুমতি দিই। এটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তাই বিশৃঙ্খলা এড়াতে আমি ছাত্র পরিষদকে অনুমতি দিতে পারিনি।” |
|
|
|
|
|