রজার ফেডেরার যে ফর্মে খেলে গত মাসে উইম্বলডন জিতেছিলেন, এমনকী গত সপ্তাহে সিনসিনাটি ওপেন খেতাব পেয়েছিলেন, সেই মেজাজেই শুরু করলেন যুক্তরাষ্ট্র ওপেন-অভিযান।
অ্যান্ডি মারে যাঁকে এই মুহূর্তে ফেডেরারের সবচেয়ে বড় কাঁটা ধরা হচ্ছে, ফ্লাশিং মেডোয় মোটেই সেই ফর্মে আবির্ভূত হতে পারলেন না, যে ভঙ্গিতে খেলে এ মাসেই অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন ফেডেরারকে হারিয়ে।
আর এ সবের মধ্যেই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলসে ভারতের চ্যালেঞ্জ প্রথম দিনই সাঙ্গ। কাঁধে অস্ত্রোপচারের পরে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলে সোমদেব দেববর্মন হেরে গেলেন। স্পেনের হিদালগোর কাছে চার সেটে। ৩-৬, ২-৬, ৬-৩, ৪-৬।
টেনিস জীবনের আঠারোতম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দৌড় ফেডেরার গত রাতে শুরু করেন স্থানীয় মার্কিন ডোনাল্ড ইয়ংকে হেলায় ৬-৩, ৬-২, ৬-৪ হারিয়ে। নিজের চেয়ে ন’বছরের ছোট প্রতিপক্ষকে ৯৪ মিনিটের মধ্যে পেড়ে ফেলে ফেডেরার বলেছেন, “এ বারের ব্যাপারটাই আমার কাছে আলাদা। নিউ ইয়র্কে বিশ্বের এক নম্বর হিসেবে ফেরাটা দুর্দান্ত ব্যাপার।” ফেডেরারের পরবর্তী প্রতিদ্বন্দ্বী জার্মানির বিয়র্ন পাউ।
শীর্ষ বাছাইয়ের মতোই তিন নম্বরও জিতেছেন স্ট্রেট সেটে। রুশ অ্যালেক্স বোগোমোলোভকে মারে হারান ৬-২, ৬-৪, ৬-১। কিন্তু ম্যাচের গোড়াতেই মারে বেশ কিছু ‘আনফোসর্ড এরর’ করেন। আরও বেশি আশঙ্কা তৈরি করেন তিনি, শেষ সেটের পঞ্চম গেমে একটি পয়েন্ট খেলার পরেই র্যাকেট ফেলে দিয়ে দু’হাত দিয়ে নিজের বাঁ পা আঁকড়ে ধরে! “প্রথম সেটে খুব খারাপ সার্ভিস করেছি। শেষের দিকে আবার পায়ে একটু ক্র্যাম্প লেগে যায়। শরীরে জলের অভাব ঘটেছিল,” বলেছেন মারে। যাঁর পরের প্রতিদ্বন্দ্বী বুম-বুম সার্ভিস করায় বিখ্যাত ক্রোট ইভন ডডিগ।
মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আজারেঙ্কা, অন্যতম ফেভারিট শারাপোভা, জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে নামা কিম ক্লিস্টার্স-রা প্রথম রাউন্ড টপকেছেন। তবে আলোচনার কেন্দ্রে চিনা মেয়ে লি না। প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন তাঁর স্বামীকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে জাস্টিন এনা-র কোচ কার্লোস রদ্রিগুজেকে নিজের ট্যুর কোচ করার পর থেকেই মার্কিন হার্ডকোর্ট মরসুমে সাফল্য পাচ্ছেন। |