টুকরো খবর |
পরীক্ষায় ছাড় নেই উন্মুক্তের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি ও কলকাতা |
|
মুম্বই বিমানবন্দরে উন্মুক্তের ছবি তুলেছে পিটিআই |
দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন তো কী, পরীক্ষায় বসা নিয়ে কোনও রকম ছাড় পাবে না উন্মুক্ত চন্দ। ক্লাসে পর্যাপ্ত উপস্থিতি ছিল না বলে চলতি বছরের শুরুর দিকে সেন্ট স্টিফেন্স কলেজ ভারত অধিনায়ককে পরীক্ষায় বসতে দেয়নি। আদালতের দ্বারস্থ হয়ে পরীক্ষায় বসার অনুমতি পেয়েছিল উন্মুক্ত। দ্বিতীয় বছরের পরীক্ষা দেওয়ার সময়েও ছবিটা এক। অনূর্ধ্ব বিশ্বকাপ জিতে ফেরা অধিনায়ককে সংবর্ধনা দেওয়ার তোড়জোড় চলছে কলেজে। কিন্তু পরীক্ষায় বসার অনুমতি দেওয়া নিয়ে অনড় কলেজ কর্তৃপক্ষ। মহেন্দ্র সিংহ ধোনিকে কিন্তু রাঁচিতে তাঁর কলেজ পরীক্ষায় বসতে বিশেষ অনুমতি দিয়েছিল। এ দিনই দেশে ফিরল বিশ্বজয়ী দল। মুম্বইয়ে পা দিয়ে উন্মুক্ত বলেছেন, “ধাপে ধাপে সিনিয়র দলে ঢুকতে চাই। নিউজিল্যান্ড সফরে ‘এ’ দল যাচ্ছে। সেই টিমে সুযোগ পেয়েছি। তাই পরের লক্ষ্য, ভারতের ‘এ’ দলে জায়গা পাকা করা।” বিশ্বজয়ী দলের দুই বাংলার ক্রিকেটার রবিকান্ত সিংহ এবং সন্দীপন দাস বুধবার কলকাতায় ফিরবেন। সিএবি-তে এ দিন সিদ্ধান্ত হল, দমদম বিমানবন্দরে রবিকান্তদের বরণ করতে কর্তাদের সঙ্গে যাবেন ২০০৮-এর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য বাংলার শ্রীবৎস গোস্বামী।
|
বোর্ডকে একহাত সৌরভের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রায় এক বছর হরভজন সিংহকে জাতীয় দলের বাইরে রেখে একেবারেই ঠিক করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এ দিন এক অনুষ্ঠানে বোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আমার পক্ষপাত বলতে পারেন। হরভজনের প্রতি আমার ভালবাসাও বলতে পারেন। কিন্তু ভারতীয় দলে তিন জন সেরা স্পিনার বাছা হলে সেই তালিকায় হরভজনকে রাখতেই হবে। ও এমন একজন বোলার যে একসঙ্গে তিন ধরনের ক্রিকেটই খেলতে পারে।” ভারতীয় বোর্ডের সমালোচনা করে সৌরভ বলেছেন, “আমি এখনও মনে করি এক বছর হরভজনকে জাতীয় দলের বাইরে রাখাটা খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। বোর্ডের উচিত ছিল ওর সঙ্গে কথা বলা। ওকে বোঝানো যে, ওকে ছ’মাস সময় দেওয়া হচ্ছে নিজের বোলিং শুধরে নিতে।” সৌরভের আরও বক্তব্য, হরভজনের মতো বোলারকে খুব বেশি দিন ঘরোয়া ক্রিকেটে আটকে রাখার কোনও মানে হয় না। “দেশের হয়ে যে বারো বছর খেলছে, তার একটা খারাপ মরসুম যেতেই পারে। ভুলে যাবেন না, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাতশো উইকেটের মালিক হরভজন।”
|
এ বার লিগ পিছনো নিয়ে বিতর্ক ময়দানে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগের আগামী চার দিনের ম্যাচ বাতিল হওয়া নিয়ে আইএফএ ও পুলিশ ভিন্ন মেরুতে। মঙ্গলবার প্রথমে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় জানান, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকায় ম্যাচ বাতিল করতে বাধ্য হন। যদিও বিধাননগর পুলিশের ডিসি (সদর) সুব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, “যুবভারতীতে আমাদের পুলিশ দিতে অসুবিধা ছিল না। আইএফএ-ই সূচি বদলেছে।” যা শোনার পর উৎপলবাবু বলেন, “নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হচ্ছে। ম্যাচ করতেই চেয়েছিলাম। কত পুলিশ লাগবে সেই নিয়ে চিঠিও দিয়েছিলাম। কোনও কারণে সেটা পুলিশ পায়নি। তাই আজ আবার ফ্যাক্স করেছি। পুলিশ আবার সকালে চিঠি দিয়েছিল ম্যাচ হবে কি না জানতে। যেটা আমরা পাইনি।”
|
শুটিংয়ে পদক মাম্পি, শুভঙ্করের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাস্টার্স মিট শ্যুটিংয়ে বাংলার হয়ে পদক জিতলেন মাম্পি দাস এবং শুভঙ্কর প্রামাণিক। এয়ার রাইফেলে মাম্পি সিনিয়র, জুনিয়র দু’বিভাগেই সোনা পেয়েছেন। এয়ার রাইফেলেই শুভঙ্কর পেয়েছেন রুপো। দু’জনেই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবের সদস্য। |
|