পুলিশ তাড়া করছে, টের পেতেই বেড়ে যায় ট্রাকের গতি। তবে পুলিশও দমবার পাত্র নয়। গাড়ির গত বাড়ায় তারাও। শেষ পর্যন্ত দু’দিক থেকে রাস্তা ঘিরে ফেলে ট্রাকটিকে আটকে দেওয়া হয়। বেগতিক দেখে চালক রাস্তার পাশে নয়ানজুলিতে গাড়ি নামিয়ে দিয়ে চম্পট দেয়। এ ভাবেই সোমবার রাতে হুগলির বৈদ্যবাটির দীর্ঘাঙ্গি মোড়ের কাছে দিল্লি রোডে ছিনতাই হওয়া একটি ট্রাক থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার করল পুলিশ হয়। ছিনতাই হওয়া গাড়ি এবং মালপত্র পাচারে জড়িত অভিযোগে দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। |
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে হাওড়ার জগাছা থানা এলাকা থেকে কন্টেনার-সমেত একটি ট্রাক ছিনতাই হয়। রাত ১টা নাগাদ জিটি রোডে টহল দিচ্ছিলেন শ্রীরামপুর থানার এএসআই মিন্টু দত্ত এবং দুই কনস্টেবল। থানার আরটি মারফত মিন্টুবাবু ট্রাকটির বিষয়ে খবর পেয়ে রাস্তায় ওৎ পাতেন। কিছুক্ষণের মধ্যেই নওগাঁ মোড়ের কাছে গাড়িটিকে দেখতে পেয়ে তিনি পিছু ধাওয়া করেন। গতি বাড়িয়ে ট্রাকটি ডানদিক-বাঁদিক করে এগোতে থাকে। পুলিশের গাড়িটি আটকে যায়। এই ভাবে জিটি রোডের সংযোগকারী রাস্তা দিয়ে দিল্লি রোড ধরে বর্ধমানের দিকে ছুটতে থাকে ট্রাকটি। ততক্ষণে পিয়ারাপুর ফাঁড়ির ইনচার্জ বাসুদেব আচার্য থানা মারফত বিষয়টি জেনে দিল্লি রোডে একটি ট্রাককে রাস্তা জুড়ে দাঁড় করিয়ে দেন। এরপর বিপদ বুঝে ট্রাকটিকে নয়ানজুলিতে নামিয়ে দেয় চালক। ঘটনার পর পুলিশ তল্লাশি চালিয়ে মঙ্গলবার দুপুরে আগ্নেয়াস্ত্র-সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের নাম মহম্মদ আমরাজ এবং রবীন্দ্র রাম। তারা হাওড়ার গোলাবাড়ি এবং সেখানকার আশুতোষ লেনের বাসিন্দা। পুলিশের দাবি, ঘটনার সময়ে তিনটি মোটরবাইকে চেপে ছয়জন দুষ্কৃতী দীর্ঘাঙ্গি মোড়ে একটি পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করছিল। তাদের মধ্যেই ছিল ধৃত দু’জন। তারা ট্রাকটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এক পুলিশ অফিসার জানান, ছিনতাই হওয়া ট্রাকটি পানাগড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে কন্টেনারের মালপত্র পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। জেরায় ধৃতেরা সে কথা স্বীকার করেছে।” জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ ছিনতাই হওয়া ট্রাকটি ধরতে পুলিশ সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছে। ওই পুলিশকর্মীদের পুরস্কৃত করা হবে।”
মহিলার গায়ে আগুন, ধৃত। হিন্দমোটরে নিউস্টেশন রোডে ঘুমম্ত মহিলার গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনায় সোমবার রাতে সোমনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। |