কাজ দেওয়ার কথা বলে এক কিশোরীকে ফুসলিয়ে মুম্বই নিয়ে গিয়ে দেহ ব্যবসায় নামানোর দায়ে এক মহিলাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার উলুবেড়িয়ার ফাস্ট ট্র্যাক ফার্স্ট আদালতের বিচারক মুকুলকুমার কুণ্ডু উলুবেড়িয়ার কালীনগর গ্রামের বছর পঁয়তাল্লিশের বীণা দাস নামে ওই মহিলাকে ওই সাজা শোনান। মামলার সরকারি আইনজীবী নিধুরাম নন্দী জানান, ওই সাজা ঘোষণার পাশাপাশি বিচারক ওই মহিলাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, উলুবেড়িয়ার রাওতা গ্রামের বাসিন্দা ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে ২০০৫ সালের শেষ দিকে। কিশোরীর মা থানায় বীণার বিরুদ্ধে অভিযোগ জানান। পুলিশ বীণার খোঁজে কালীনগরে গিয়ে তাকে না পেয়ে তার ছেলে পল্টুকে ধরে আনে। একই সঙ্গে গ্রেফতার করা হয় পল্টুর শ্বশুর সদানন্দ দাস এবং শাশুড়ি নমিতা দাসকে। ছেলেকে পুলিশ ধরেছে, এই খবর পেয়ে মুম্বই থেকে কিশোরীটিকে নিয়ে কালীনগরে ফিরে আসে বীণা। ২০০৬ সালের ২৭ জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। পল্টু এবং তাঁর শ্বশুর-শাশুড়িকে এ দিন মুক্তি দিয়েছেন বিচারক।
|
সাত বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে হোটেলকর্মীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ডানকুনির দুর্গাপুর এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কাছের ওই হোটেল থেকে বাবলু মাইতি নামে আমতার বাসিন্দা ওই হোটেলকর্মীকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্দুলের এক গৃহবধূ পারিবারিক অশান্তির কারণে সোমবার রাতে তাঁর সাত বছরের মেয়েকে নিয়ে আন্দুল স্টেশনে চলে আসেন। রাতে সেখানেই ছিলেন। মঙ্গলবার সকালে হাওড়া থেকে ট্রেনে ডানকুনিতে আসেন। টোলপ্লাজার কাছে কান্নাকাটি করছিলেন। ট্রাকচালক-খালাসিদের কাছে তিনি কাজের আর্জি জানান। লাগোয়া ওই হোটেলে মহিলা ও তাঁর মেয়েকে নিয়ে যান ট্রাকচালকেরা। ওই হোটেলের এক মহিলা-কর্মীর সঙ্গে মহিলা কাজে হাত লাগান। হোটেলরই এক কর্মচারী এর মাঝেই ওই বালিকাকে ছাদে নিয়ে যান। মেয়েকে না দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে ডানকুনি থানায় বাবলুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “অভিযোগ পেয়েই পুলিশ বাবলুকে গ্রেফতার করে। মেয়েটিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয় শারীরিক পরীক্ষার জন্য।”
|
চোর সন্দেহে দুই যুবককে পেটালেন গ্রামবাসী। মঙ্গলবার বাগনানের বাকসিতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। গুরুতর জখম অবস্থায় দুই যুবককে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
|
অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার শেখ মইন নামে এক যুবককে ধরল পুলিশ। খানাকুলের ঘটনা। |