পোস্টার লাগানো নিয়ে বিবাদ, কালনায় ‘হেনস্থা’ নেতাকে |
পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিবাদে সিপিআই (এমএল) লিবারেশনের জেলা সম্পাদককে মারধরের অভিযোগ উঠল কালনায়। মঙ্গলবার বিকেলে কালনার বুলবুলিতলায় ঘটনাটি ঘটে।
সিপিআই (এমএল) লিবারেশনের জেলা সম্পাদক তথা সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সলিল দত্ত জানান, আগামী ৩১ অগস্ট রাজ্য জুড়ে তাঁদের ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচি রয়েছে। সে জন্য এ দিন বিকেলে বুলবুলিতলায় দলের কিছু কর্মী-সমর্থক পোস্টার সাঁটাচ্ছিলেন। সলিলবাবু অভিযোগ করেন, সেই সময়ে তৃণমূলের স্থানীয় কিছু লোকজন হাজির হয়ে পোস্টার সাঁটাতে বারণ করে। তা শুনতে রাজি না হওয়ায় তাঁদের এক কর্মীকে বুলবুলিতলা ফাঁড়ির কাছে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ সলিলবাবুর। তিনি বলেন, “ওই সময়ে আমি কাছাকাছি মেদগাছি এলাকায় ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই।” সলিলবাবুর অভিযোগ, “এসে দেখি প্রায় এক-দেড়শো লোক জড়ো হয়েছে। প্রথমে আমাকে হেনস্থা করা হয়। তার পরে কিল, চড়, ঘুষি মারা হতে থাকে। চশমা ছিটকে পড়ে যায়।” তাঁর দাবি, ঘটনার কথা শুনে তৃণমূলের জেলা (গ্রামীণ) সভাপতি স্বপন দেবনাথ তাঁকে ফোন করে খোঁজ নেন। সন্ধ্যায় স্বপনবাবু বলেন, “যারাই এ কাজ করে থাকুক, ঠিক করেনি। কী ঘটেছে, খতিয়ে দেখা হচ্ছে।”সলিলবাবু জানান, বিষয়টি তিনি বুলবুলিতলা ফাঁড়ি ও কালনা থানার পুলিশকে মৌখিক ভাবে জানিয়েছেন। আজ, বুধবার লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি। পুলিশ জানায়, ঘটনার খবর তারা পেয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
|
মেমারির ইছাপুরে কুপিয়ে খুন করা হল এক মহিলাকে। মঙ্গলবার দুপুরের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম মায়া হেমব্রম (৩৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে স্বামী রণজিৎকে ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে ইছাপুরের ঝাঁপানতলায় বাসা বাঁধেন ওই মহিলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন দুপুরে রণজিৎ সেখানে হাজির হয়। ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে কোপানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গ্রামের লোকজন রণজিৎকে ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
|
মঙ্গলবার বর্ধমানের বোদার কাছে দুর্গাপুর থেকে কলকাতাগামী এসবিএসটিসির একটি বাসের সঙ্গে এক ট্রাকের ধাক্কা লাগে। জখম হয়েছেন ৩৫জন। তাঁদের মধ্যে কয়েকজনকে বধর্মান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |