টুকরো খবর
প্রশাসনের হস্তক্ষেপে খুলল স্কুলের তালা
সহকারী বিদ্যালয় পরিদর্শকের উপস্থিতিতে তালা খোলা হল দুর্গাপুর প্রজেক্টস টাউনশিপ বয়েজ হাইস্কুলে। সোমবার হঠাৎই ওই স্কুলের গেটে অনির্দিষ্ট কাল স্কুল বন্ধের নোটিস দেওয়া হয়। মঙ্গলবারই সেই স্কুল খোলার ব্যবস্থা করা হল। স্কুলের প্রধান শিক্ষক রমাপ্রসাদ কোনারের বিরুদ্ধে তৃণমূল শিক্ষা সেল ও অভিভাবকদের একাংশের অভিযোগ, পরিচালন সমিতির মেয়াদ পেরিয়ে গেলেও নির্বাচন করানো হয়নি। এ ছাড়া, সরকারি নিয়মের থেকে অতিরিক্ত অর্থ নিয়ে পড়ুয়া ভর্তি নেওয়া ও বেআইনি ভাবে বাড়ি ভাড়ার ভাতা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। শনিবার প্রধান শিক্ষকের কাছে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। পরে এক অভিভাবক থানায় লিখিত অভিযোগে জানান, প্রধান শিক্ষক মুচলেকা দিয়ে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। প্রধান শিক্ষক রমাপ্রসাদবাবু পাল্টা অভিযোগ করে জানান, তাঁকে দিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে। সোমবার সকালে ‘স্কুলের উপরে বাইরের লোকেদের আক্রমণ’-এর অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেন প্রধান শিক্ষক। পড়ুয়ারা এসে ফিরে যান। দুর্গাপুরের মহকুমা শাসক আয়েষা রানি ঘটনা খতিয়ে দেখতে সহকারী বিদ্যালয় পরিদর্শককে স্কুলে পাঠান। তাঁর রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার তিনি স্কুল খোলার ব্যবস্থা করার নির্দেশ দেন। সহকারী বিদ্যালয় পরিদর্শক ছায়ারানি বিশ্বাস এ দিন সকালে স্কুলের তালা খুলে দেন। প্রধান শিক্ষক এ দিনও স্কুলে আসেননি। তিনি জানান, শনিবারের ঘটনার পর থেকে তিনি অসুস্থ। তাঁর স্ত্রী সুমিত্রাদেবীর অভিযোগ, “স্কুলে এক দল বাইরের লোকের হাতে উনি প্রহৃত হয়েছেন। তার পর থেকেই অসুস্থ বোধ করছেন।”

‘জালিয়াতি’, ধৃত পোস্টমাস্টার
ডাকঘরের আমানত জমা সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগে বার্নপুর বাজার ডাকঘরের প্রাক্তন পোস্টমাস্টার তপন মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বর্তমানে কুলটি ডাকঘরের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার হিসেবে কাজ করছেন। সোমবার সকালে তাঁকে কুলটির বাড়ি থেকে গ্রেফতার করে হিরাপুর থানার পুলিশ। পুলিশ দাবি করেছে, প্রাথমিক ভাবে তাঁর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাঁকে আসানসোল আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। হিরাপুর থানার পুলিশ জানিয়েছে, দিন সাতেক আগে বার্নপুর বাজার ডাকঘরের এক এজেন্ট সৌমেন রাউতকে একই অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের পর ওই পোস্টমাস্টারের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ। দিন দশেক আগে হিরাপুর থানার নবঘন্টি এলাকার বাসিন্দা সৌমেন রাউতের বাড়িতে বিক্ষোভ দেখান বার্নপুর বাজার ডাকঘরের বেশ কিছু আমানতকারী। তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন, আমানতকারীদের টাকা নিয়ে ডাকঘরে জমা করেননি সৌমেনবাবু। পুলিশ এর পরে তাকে গ্রেফতার করে জেরা শুরু করে।

পড়শির বিরুদ্ধে ধর্ষণের নালিশ
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মঙ্গলপুরে। বছর বাইশের ওই তরুণী রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, সোমবার রাতে প্রতিবেশী সন্তোষ বাউড়ি তাঁর বাড়ির দরজায় ধাক্কা মারে। দরজা খুলতেই সন্তোষ তাঁকে নিজের বাড়িতে টেনে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। সন্তোষের বাবা লোধাবাবুর অবশ্য দাবি, “ওই মেয়েটিই রাতে আমার ছেলের কাছে এসেছিল। আমরা দেখতে পেয়ে তাকে তাড়া করি। এখন মিথ্যা অভিযোগ আনছে।” ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সন্তোষকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারিণী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাড়াটে-মালিক বিবাদ অন্ডালে
—নিজস্ব চিত্র।
ভাড়াটে ও বাড়ি মালিকের মধ্যে মারামারি হল অন্ডালের কাজোড়া রেলপাড় এলাকায়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন। বাড়ির মালিক ভুবনেশ্বর সাউ জানান, ২০০১ সালে বুলবুলি মণ্ডলকে তিনি একটি ঘরে থাকতে দিয়েছিলেন। এর পরে সোমবার রাতে তাঁকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করেন। তাতেই বুলবুলিদেবী এলাকার এক দল লোক নিয়ে গিয়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ ভুবনেশ্ববাবুর। বুলবুলিদেবীর পাল্টা অভিযোগ, বিনা কারণে ভুবনেশ্বরবাবুরাই তাঁকে মারধর করেছেন। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্দিরে চুরি, ধৃত
রানিগঞ্জের রানিসতী মন্দিরের সামগ্রী চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই মন্দিরের পুরোহিত সন্দীপ যোশী জানান, এ দিন সকালে দেবীমূর্তির মাথায় রাখা রুপোর ছাতা নিয়ে পালাচ্ছিল এক জন। তখনই তাকে সন্দীপবাবু ধরে ফেলেন। এর আগে ১৬ অগস্ট ওই মন্দিরে চুরি হয়েছিল। পুলিশের দাবি, সেই ঘটনায় জড়িত থাকার কথা জেরায় স্বীকার করেছে ধৃত।

নতুন শিশু উদ্যান
জামুড়িয়ার ইস্ট কেন্দা গোঁসাই মন্দিরের কাছে একটি শিশু উদ্যানের শিলান্যাস করলেন কেন্দা ও শোনপুর এরিয়ার দুই জিএম। শোনপুর বাজারির জিএম হরিসাধন মুখোপাধ্যায় জানান, এলাকাবাসীর চাহিদাতেই এই উদ্যানের পরিকল্পনা নেওয়া হয়।

খাদানে মৃত্যু
বোকারোর ঢোরিতে সিসিএলের কয়লা খাদানের জলে আটকে অজয় যাদব নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। আটক অন্য এক শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.